করোনা ভাইরাসে নাকাল বিশ্ব । প্রাণীঘাতি করোনা ভাইরাসের বিস্তারে পর থেকই বিশ্ব স্বাস্থ্য সাংস্থা WHO বন্য প্রাণী ধরা , খাওয়া নিষেধ করছে।
বিশ্বা স্বাস্থ্য সংস্থার মতে , বন্য প্রাণী ধরা খাওয়া ফলে আরো প্রাণঘাতি ভাইরাস ছড়াতে পারে।
বিশ্ব সংস্থা মনে করেন , পৃথিবীতে যত ভাইরাস ও জীবাণু রয়েছে তার ৭০ শতাংশর উৎপত্তি স্থল বন্য প্রাণী থেকে । যে সব দেশে বন্য প্রাণী খাওয়া ও বিক্রয় প্রচলন আছে তাদের আমাদের অনুরোধ আপাতত এই অভ্যাস থেকে বিরত থাকুন।
অনেক দেশে ধর্মীও সামাজিক আচার অনুষ্ঠানে বন্য প্রাণী খাওয়া ও হত্যার প্রচলন আছে।বাজারে বন্য প্রাণী বিক্রয় বন্ধে কঠোর হওয়ার আহব্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
WHO বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার বার শতর্ক করেছ বন্য প্রাণী খাওয়া হত্যা করা বাজারে বিক্রি করার বিষয়ে। খাদ্যের উৎস হিসেবে বিবেচিত নয় এমন প্রাণী খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ।কারন, এসব বন্য প্রানী যে কোন জীবানু ছড়াতে পারে।
চীনের ওহানে করোনা ভাইরাস ছড়ানোর পর , এর কারন হিসবে দায়ী করছে বাদুরকে। এই ঘটনার পর থাইল্যান্ড , ভিয়েতনাম, লাওস সহ বিভিন্ন দেশে বন্ধ করা হয়েছে বাদুর বিক্রি করা।
ইবাংলানিউজ২৪/
তথ্যঃ যমুনাটিভি।
মন্তব্য করুন