চলছে করোনাভাইরাস মহামারি। জারি করা হয়েছে লকডাউন। লকডাউনের সময় চলাচলে বিধি-নিষেধ এবং আর্থিক সংকটের কারণে অনেকেই দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে রিচার্জ করতে পারেননি।
এমন সব গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে বাংলালিংক। দেশের ৫০ লাখ গ্রাহককে ফ্রি মোবাইল ইন্টারনেট ডাটা ও ভয়েস কল করার সুযোগ দেবে এ টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানটি।
জানা গেছে, যেসব গ্রাহক গত ১৫ এপ্রিলের পর থেকে তাদের সিম ব্যবহার করতে পারেননি তারা ১০ মিনিট ভয়েস কল এবং ১০০ মেগাবাইট ইন্টারনেট বিনামূল্যে পাবেন।
বিনামূল্যের এই পরিসেবা পেতে ডায়াল করতে হবে *৮৮৮# নম্বরে। বিনামূল্যের ইন্টারনেট ও টকটাইমের মেয়াদ হবে সাতদিন। অফার চলবে ৩১ মে পর্যন্ত।
ইবাংলা নিউজ ২৪ ডট কমে আরো পড়ুন>>
- শক্তিশালী ব্যাটারি-আল্ট্রা স্লিম ডিজাইনের অপো এফ১৯ এখন বাজারে
- আপত্তিকর টুইটের জন্য রিভিউ অপশন আনছে টুইটার
এই খবরের বিস্তারিত পড়ুন>> ঢাক ট্রিবউনে।
মন্তব্য করুন