তরুনদের পছন্দের কথা চিন্তা করে রিয়েলমি বাজারে এনেছে ১০৮ মেগাপিক্সেলের দুর্দান্ত অলট্রা কোয়ার্ড ক্যামেরার ফোন।সাধারনত ফোন কিনার আগে সবাই মাথায় রাখে ফোনের ক্যামেরা , ডিজাইন ,দ্রুত এবং নিরাপদ চার্জিং আর ভালো প্রসেসরস এর বিষয় রিয়েল মি । তরুনদের ঠিক এই চিন্তা প্রাধান্য দিয়ে রিয়েল মি বাজারে এনেছে ফ্ল্যাগশিপ ধাচের ফোন রিয়েল মি ৮ প্রো স্মার্টফোনটি।
১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন রিয়েলমি।
রিয়েলমি স্মার্টফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ইনফিনিটি ক্ল্যারিটি ক্যামেরা। এই ফোনটির ব্যাক ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেল সাথে রয়ছে থার্ড জেনারেশনের আইএসওসের এইচএম২ সেন্সর ১/১.৫২ এক্সট্রা লার্জ সেন্সর আর রয়েছে ১২০০০x৯০০০ এর মতো সর্বোচ্চ রেজুলেশন। রিয়েলমি ৮ প্রোতে পৃথিবীতে যত স্মার্ট ফোন আছে তাদের থেকে সর্বোচ্চ ক্যামেরাযুক্ত এবং সর্বোচ্চ রেজুলেশন যুক্ত স্মার্টফোন।
ক্যামেরার সুবিধা
- স্মার্ট আইএসও কল্যাণে রিয়েলমিতে ৮ প্রোতে পাওয়া যাবে পরিবেশর সাথে সামঞ্জস্যতা রেখে ছবি তোলা।
- তার সাথে পাওয়া যাবে কম আলোতে তোলা যাবে স্পষ্ট এবং উজ্জল ছবি।
- এছাড়াও এইচএম২ সেন্সর লাইন-ইন-ওয়ান পিক্সেল বিনিং প্রযুক্তি সাপোর্ট করে বিধায় মৃদু আলোতে তোলা ছবিও স্পষ্ট সুন্দর দেখাবে।
- রিয়েলমি ৮ প্রোতে ১০৮ মেগাপিক্সেল মেইন সেন্সর ছাড়াও রয়েছে কোয়ার্ড ক্যামেরা সেটাআপে ৮ মেগাপিক্সেলে আলট্রা ওয়াইড অ্যঙ্গেল লেন্স।
- রিয়েলমি ৮ প্রোতে রয়েছে ২ মেগাপিক্সেল ব্লাক এন্ড হোয়াইট লেন্স এবং আরো রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যা ব্যবহারিকে আকর্ষন করবে।
- রিয়েলমি ৮ প্রো ফোনে আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের এফ২.২৫ এ্যাপাচার , ১১৯ ডিগ্রি ফিল্ড অব দ্যা ভিউ এবং ৮ মেগা পিক্সেলর রেজুলেশন থাকার কারনে অল্প দূরত্ব থকেও ফ্রেমের সব ক্যাপচার করবে আশেপাশে সব কিছু।
- রিয়েলমি প্রোতে আছে আলট্রা ম্যাক্রো লেন্স যার দ্বার অতি ক্ষুদ্র বস্তুকেও ক্যামেরা বন্দী করা যাবে।
- রিয়েলমি স্মার্টফোনটিতে পোর্ট্রট লেন্স থাকার কারনে তুলনামূলক ভাবে অন্যান্য স্মার্টফোনের চেয়ে বেশি কালার ফুটিয়ে তুলতে পারবে। যা ছবিকে জীবন্ত করে তুলবে।
মন্তব্য করুন