বিশ্বের সবচেয়ে বড় ইকমার্স প্রতিষ্ঠান আলীবাবাকে ২০০ কোটি ডলারেরও বেশি জরিমানা করছে চীন।
দেশটির নিয়ন্ত্রন সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির বলেছে , আলিবাবা তাদের জরিমানা মেনে নিয়েছে। আলিবাবা চীনের সবচেয়ে বড় ইকমার্স ওয়েব প্রতিষ্ঠান।
কেন করা হয়েছে জরিমানা
আলিবাবার উপর চীনা বাজারে নিজেদের অবস্থান নিয়ে ছলচতুরির অভিযোগ আনা হয়েছে।তারই সূত্রধরে আলিবাবা বলেছেন, এখন থেকে প্রচলিত নিয়মকানুনের সঙ্গে নিজেদের মানিয়ে নিবে এবং এ সংক্রান্ত নীতিমালা সোমবার প্রকাশ করবে।
চীনের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর সরকার অভিযান বিভিন্ন সময় পরিচালিত হচ্ছে।এছাড়াও আলিবাবার প্রতি অভিযোগ আনা হয়েছে ভোক্তাদের তথ্য- উপাত্তের অপব্যবহারের।আলিবাবা নানা জটিলতার মাঝেও আলিবাবা ইকমার্স প্রতিষ্ঠান এই বছর ৩০৪২০ কোটি মার্কিন ডলার আয় করেছে। যা আগের বছরের চেয়ে ৩৭ শতাংশ বেশি।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন