তথ্য ফাঁসের বিষয় জানে না ফেইসবুক। অন্যাদের তথ্য ফাঁসের পাশাপাশি ফেসবুক নির্বাহীর তথ্যও ফাঁস করেছে হ্যাকার গ্রুপ।
সম্প্রতি ৫৩৩ মিলিয়ন তথ্য হ্যাকারের দখলে এমন তথ্য নেট জগতে ভাইরাল হলেও । ফেইসবুক এই বিষয় কিছুই জানে না বলে সাফ জানিয়ে দেয়।
গত বুধবার ফেইসবুক এক ঘোষনায় জানিয়েছেন , যাদের তথ্য ফাঁস হয়ছে তাদের এই ব্যাপারে কোন তথ্য নোটিফিকেশন আকারে জানানোর পরিকল্পনা নেই ফেইসবুকের।
ফেইসবুকের তথ্য ফাাঁসের ঘটনায় , ফেইসবুকের বড় নিরাপত্তা ঘাটতি আছে বলে মনে করেন অনেকে। তবে সবচেয় আশ্চার্যের বিষয় হলো , ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জোকারবার্গের তথ্যও ফাঁস হয়ছে । যা প্রকাশ করেছে নিম্ম শ্রেনীর হ্যাকার গ্রুপ নামে ফোরাম।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আয়ারল্যান্ডের ডাটা প্রোটেকশন কমিশন থেকে ফেইবুকের সাথে যোগাযোগ করা হয়ছে । তাদের মধ্য কি আলোচানা হয়ছে জানায়নি ফেইসবুক।
তথ্যঃ ইন্টারনেট।
মন্তব্য করুন