মওদুদ আহম্মেদ এরশাদের শাসন আমলে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এরশাদ বাংলাদেশে সামরিক শাসন আইন জারি করে ১৯৮৩ সালে ক্ষমতা দখল করেন। এর তিন বছর পর এরশাদ গনতন্ত্র পুন:উদ্ধারের জন্য ১৯৮৬ সালে নির্বাচন দেন। এই সময় তিনি জাতীয় পার্টি নামে নতুন দল গঠন করেন এবং এরশাদ ১৯৮৬ সালের নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির নির্বাচিত হন ।
এরশাদে নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রপতি হয়ে নতুন মন্ত্রীপরিষদ গঠন করেন , এই মন্ত্রী পরিষদের ১৯৮৮ সালে প্রধান মন্ত্রীহন মওদুদ আহম্মেদ। এর পর ১ বছর পর তিনি এরশাদ সরকারের ১৯৮৯ সালে শিল্পমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতিও নির্বাচিত হন।
চলে গেলেন মওদুদ আহম্মেদ
বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবীদ মওদুদ আহম্মেদ গত ১৬ ই মার্চ ২০২১ সালের মুঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ মি: সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হসপিটালে ইহলোক ত্যাগ করেন। গত ১ লা ফেব্রুয়ারী রাতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা সেবা নেওয়ার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। এর আগে দুইবার রাজধানীর একটি হসপিটালে তার চিকিৎসা নেন।বাংলাদেশের বিভিন্ন রাজনীতির পটপরিবর্তনের স্বাক্ষী ব্যারিস্টার মওদুদ আহম্মেদ।জ্বানাব ব্যারিস্টার মওদুদ আহম্মেদ ছিলেন বিএনপি ও জাতীয় পার্টি প্রতিষ্ঠাদের মধ্যে অন্যতম।মওদুদ আহম্মেদ ছিলেন, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আইন ও বিচার বিষয়ক মন্ত্রী । সাবেক প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ও প্রসিডেন্ট এরশাদের শাসন আমলে পালন করেন বিভিন্ন মন্ত্রনায়ের দায়িত্ব।বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধার সংগঠন হিসেব কাজ করেন ।
বির্ষীয়ান এই রাজনীতিবীদ বিভিন্ন সময়ে তিনি বই লিখে তমুল জনপ্রিয়তা অর্জন করেন । তার লিখনিয় বই গুলোর মধ্যে অন্যতম হলো-Bangladesh Emergency and the Aftermath(2007-2008), গনতন্ত্র ও উন্নায়নের চ্যালেন্স (প্রক্ষাপট ,বাংলাদেশর রাজনীতি এবং সামরিক শাসন ),বাংলাদেশর গনতন্ত্র ১৯৯১-২০০৬, South asia criss of development, এবং তিনি লিখেছেন বাংলাদেশের স্বয়ত্বশাসন থেকে স্বাধীনতা Bangladesh ERA of Sheikh Mujibur Rahaman এর মত বই ।ব্যরিস্টার মওদুদ আহম্মেদ ২৪ মে ১৯৪০ সালে নোয়াখালী জেলায় জম্মগ্রহন করেন । তিনি মৃত্যু বরণ করেন ১৬ মার্চ ২০২১ সালে।
ইবাংলানিউজ২৪.কম/
মওদুদ আহম্মেদ বাংলাদেশের প্রধানমন্ত্রী
মন্তব্য করুন