ভ্যাকসিন স্পুটনিক-ভি আসছে বাংলাদেশে মে মাসে।
রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভি ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন। দুপুরে এই অনুমতির কথা জানিয়েছেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুব রহমান।
মে মাসের মধ্য বাংলাদেশে ৪০ লাখ ডোজ আসবে বলে জানান ঔষধ প্রশাসনের মহাপরিচালক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি নেই ভ্যাকসিন স্পুটনিক-ভি নামাক করোনাভাইরাসের টিকার। তবে ৪০ টির বেশি দেশ স্পুটনিক-ভি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে। এর আগে রাশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের স্পুটনিক-ভি ভ্যাকসিনের ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন। এবার পরিক্ষার ফলাফল যাচাই-বাচাই করে সবার জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন।
স্পুটনিক-ভি করোনাভাইরাস টিকা ৯১% কার্যকর বলে জানান ঔষধ প্রসাশনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুব রহমান।
তিনি আরো জানান, আগামী মে মাসের মধ্য ৪০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আনা হবে সরকারী ব্যবস্থাপনার মাধ্যমে এবং সরকারি ভাবেই ভ্যকসিনেশন কার্যক্রম চালু রাখা হবে ।
চীনের সিনোফার্মার ভ্যাকসিনও বাংলাদেশে আসার সম্ভাবনার কথা জানান ঔষধ প্রশাসনের মহাপরিচালক।
মন্তব্য করুন