১৯৭২ সালের পহেলা জানুয়ারীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতিষ্ঠাতা লাভ করে।
স্বাধীনতা উত্তর দেশে বিপর্যস্ত অর্থনীতি টিসিবি গুরুত্বপূর্ন অবদান রেখেছে । সে সময় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা , অবিন্যস্থ বন্দরসহ নানা প্রেক্ষাপটে ভোগ্যপণ্য সর্বসাধারনের মাঝে ন্যায্য দামে যেমন পণ্য সরবাহ করার প্রয়োজন দেখা দেয় ঠিক তেমন করোনা ভাইরাসের মাহামারির কারনে ভোগ্যপণ সর্বসাধারনের মাঝে ন্যায্য দামে পণ্য সরবরাহ নিশ্চত করার প্রয়োজন দেখা দিয়েছে।
মহামারি করোনাভাইরাসের কারনে বাংলাদেশে চলছে ধাপে ধাপে লকডাউন। এইসময় সর্বসাধরনের মাঝে পণ্য পোঁছে দেওয়ার জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি করছে অনলাইনে।
৮টি ই-কমার্স প্ল্যাটফর্মে টিসিবি পণ্য বিক্রি করছে গত ২৬ এপ্রিল থেকে। গত ২৬ এপ্রিল থেকে বাণিজ্য মন্ত্রনালয় ও ই-কমার্স অ্যাসিসিয়েশন অব বাংলাদেশ(ইক্যাব) এর তত্ত্বাবধানে চলছে অনলাইনে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম।
২৬ এপ্রিল বাণিজ্য মন্ত্রনালয়ের মন্ত্রী টিপু মু্ন্সী অনলাইনে এর মাধ্যমে অনলাইনে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।
যেসব ই-কমার্স প্লার্টফর্মে টিসিবির পণ্য বিক্রি হবে
বাংলাদেশের সব জনপ্রিয় ই-কমার্স ওয়েব সাইটের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করবে। তার মধ্যে হলো- চালডাল ডট কম, স্বপ্ন অনলাইন, সবজিবাজার, কেজিক্লিক, যাচাই ডট কম, ওয়ান স্টপ সুপার শপ,ইপল্লি ডট কম, বায়রন ডট কম ।
কোন কোন শহরে চলবে টিসিবির পণ্য অনলাইনে বিক্রি হবে
অনলাইনে পণ্য বিক্রির কার্যক্রম চলবে দেশের চারটি শহরে । যে শহর গুলোতে চলবে পণ্য বিক্রি তা হলো- ঢাকা, চট্রগ্রাম, গোপালগঞ্জ এবং সিরাজগঞ্জ শহরে।
যেভাবে টিসিবির পন্য কিনবেন?
আগে থেকেই টিসিবির পণ্য বিক্রি হতো অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল হাটে। ই-কমার্স অ্যাসিসিয়েশন অব বাংলাদেশ(ইক্যাব) এর তত্ত্বাবধানে পরিচালিত ডিজিটাল হাটের ওয়েবসাইটে গেলেই এক সঙ্গে সব ইকমার্স প্ল্যাটফর্মের লিংক পাওয়া যাবে। ক্রেতারা তাদের পছন্দের লিংকে গিয়ে তাদের কাঙ্খিত পণ্য ক্রয় করতে পারবেন।
সপ্তাহে একজন ক্রেতা ৫ লিটার তেল, চিনি ২ কেজি ,ছোলা ২ কেজি, ১ কেজি মসুর ডাল কিনতে পারবে। একজন ক্রেতার একটা এ্যাকাউন্ট থাকবে।
ইবাংলানিউজ২৪/
আরো পড়ুন>>
প্রায় ৭০ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া শেষ।
মন্তব্য করুন