কোয়াডে যোগ দিলে বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট খারাপ হতে পারে- বলেছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং । কোয়াড হচ্ছে- যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত মধ্যেকার একটি জোট ।
সোমবার সকালে অনলাইনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সময় রাষ্ট্রদূত লি জিমিং এসব কথা বলেন।
চীনা রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশকে সতর্ক করে বলেন, এ ধরনের ছোট জোটে অংশ্রহন করা ভালোনা।
তিনি আরো বলেন, “এই ধরনের জোটে বাংলাদেশ যুক্ত হলে তা আমাদের দ্বিপাক্ষীয় সম্পর্ক খারপ করবে।”
গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে চীনা প্রতিরক্ষামন্ত্রী জানারেল ওয়েই ফেঙ্গহি ঢাকা সফর করেন। সেই সফরে কোয়াড নিয়ে কোয়াড নিয়ে আলোচানার বিষয় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
ভারত ও প্রশান্ত মহাসাগরের নৌ চলাচল অবাধ ও স্বাধীন রাখার খোজার যুক্তি দেখিয়ে ২০০৭ সালে যুক্তরাষ্ট্র , জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে জোট কোয়াড গঠনের সংলাপ শুরু হয়েছিলো।
অনুরূপভাবে, ২০১৭ সালেও কোয়াডের চার সদেস্য বিশিষ্ট দেশ বিভিন্ন পর্যায় বৈঠক করেন।
এদিকে ২০২০ সালে জাপানের টোকিওতে জোট বিষয় দুদিনের ব্যাপি আলোচানা হলে , আবারও আলোচানায় আসে কোয়াড এবং চীন তার অবস্থান স্পষ্ট করেন।
চীনা রাষ্ট্রদূত অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান , চীন বাংলাদেশকে ৫ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার হিসেবে দিবে। সিনোফার্মার টিকার চালান আগামী বুদবার বাংলাদেশে আসবে বলে জানায় লি জিমিং।
এর আগে গত ৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোফার্মার টিকা জুরুরি ব্যবহারের অনুমতি দেয়।
ইবাংলানিউজ২৪ এ আরো পড়ুন>>
- চীনের রকেট আছড়ে পড়ছে মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে। একটুর জন্য রক্ষা পেলো ভারত।
- শীঘ্রই চীন থেকে আসবে ৫ লাখ ডোজ সিনোফার্মার টিকা।
- জলবায়ু মোকাবেলায় যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এবাং চীন।
- বিশ্বের সবচেয়ে বড় ইকমার্স প্রতিষ্ঠান আলীবাবাকে ২০০ কোটি ডলারেরও বেশি জরিমানা করছে চীন।
- জোট কোয়াডে জোট কোয়াডে জোট কোয়াডে জোট কোয়াডে জোট কোয়াডে জোট কোয়াডে জোট কোয়াডে
মন্তব্য করুন