আজ শুক্রুবার খুলনা শহরে বাস চলাচলের বন্ধ ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি।
এই ষোষণায় বলা হয় বাস চলাচল ২৪ ঘন্টা বন্ধ থাকবে। যার ব্যপ্তিকাল আজ শুক্রুবার সহ আগামীকাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত। খুলনা শহরে থেকে ১৮ টি রুটে বাস চলাচলা করে । বাস চলাচল বন্ধের ঘোষণার ফলে ১৮ টি রুটে বাস চলাচল করবে না।
খুলনা জেলা বাস- মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বলেন, বিএনপির সবাবেশের ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই বিশৃঙ্খলা এড়াতে আগামী ২৪ ঘন্টা কোন বাস ছাড়বেনা ।
খুলানা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির সবাবেশ ঠেকাতেই এই সিন্ধান্ত ।
বিএনপি দাবী করেন ,পূর্ব ঘোষিত শনিবারের সমাবেশ। বর্তমান সরকার তার স্বৈরাতান্ত্রিক সিন্ধান্ত বাসাস্তবায়ন ঘটাচ্ছে বাস মালিক সমিতির দ্বারা।
দেশের ৬টি সিটি করপোরেশনের সাবেক মেয়রদের নেতৃত্বে সারাদেশের বিভাগীয় শহরে সমাবেশ আয়োজন করছে বিএনপি।
জিয়াউর রহমানের খেতাপ বাতিল , সুষ্ঠু অবাধ গ্রহনযোগ্্য নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল মহাসমাবেশ করবে বিএনপি।
উক্ত মহা সবাবেশে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম প্রধান অতিথি হিসেবে থাকবেন ।
বিশেষ অতিথি বিনএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও আরো থাকবেন মোয়াজ্জেম হোসেন আলাল সহ আরো অনেকে।
গত ৫ ফেব্রুয়ারী বিএনপি ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ সহ ,খুলনা, বরিশাল এবং রাজশাহী মহানগরী শহরে সবাবেশ করার ঘোষণা দেন।
৫ ফেব্রুয়ারী ২০২১ সালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সবাবেশের কথা ঘোষণা করেন।
ঢাকায় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির নেতা মজিবুর রহমান সারোয়ার বলেন, ৬ টি সিটিকরপোরেশন এলাকায় সবাবেশ করে জনগনকে জানবাবো ভোট কারচুপির কথা ।
তারই ধারাবিহকতায় সবাবেশ হয়ে যায় ১৩ ফেব্রুয়ারী চট্রগ্রামে এবং খুলনায় ১৮ ফেব্রুয়ারী ।
এর পর সবাবেশ অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারী খুলানায় এবং রাজশাহীতে ১ মার্চ, ঢাকা মহানগর উত্তরে দক্ষিনে যথাক্রমে ৩ ও ৪ মার্চ।
মূল খবর দ্যা ডেইলি স্টার ও বাংলা টিবিনিউ থেকে নেওয়া।
মন্তব্য করুন