কোভিট-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সব চেয়ে বেশি মারা যাচ্ছে চট্রগ্রাম বিভাগে । এই পর্যন্ত চট্রগ্রাম বিভাগে মরা গেছেন ৭৪১ জন । আর সব চেয়ে কম মারা গেছেন ময়মনসিংহ বিভাগে।
এই বিভাগে এই পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৬৪ জন । এই বছর অথ্যাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে আক্রান্তু ও মৃত্যু দুইটাই কম ছিলো কিন্তু মার্চ এপ্রিল মে মাসে মাসের শুরেতই করোনায় আক্রান্তু ও মৃত্যুর হার বেশি ছিলো ।
সেই তুলনায় মে মাসের ১৩ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত দেশে কোথাও করোনা আক্রান্ত হয়ে মার যায় নি । এই তথ্য বাংলাদেশ পিস অবজারভেটরির সংক্ষেপে বিপিও এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিপিও এর প্রতিবেদনে আরো বলা হয় ,দেশে কোভিট-১৯ করোনা ভাইরাসে প্রথম আক্রান্তের খবর প্রকাশ হয় গত বছরের ৮ মার্চ । তার পর থেকে ২২ মার্চ আক্রান্তের সূচক বাড়তে থাকে ২৫ মার্চ পর্যন্ত এই সময় দেশে সব চেয়ে বেশি মারা গেছেন ২ হাজার ২৪৪ জন । হয়ে সব চেয়ে বেশি মারা যাচ্ছে চট্রগ্রাম বিভাগে হয়ে সব চেয়ে বেশি মারা যাচ্ছে চট্রগ্রাম বিভাগে
তার মধ্যে ঢাকায় মার গেছেন ৩১৬ খুলনা বিভাগে ৩৬৫ জন, রাজশাহী বিভাগে ২৩৭ জন, বরিশালে ২৪৪ জন, সিলেটে ১০২ জন এবং রংপুর ৯৫ জন মারা গেছেন। হয়ে সব চেয়ে বেশি মারা যাচ্ছে চট্রগ্রাম বিভাগে
জেলার হিসাবে করোনার উপসর্গে সর্বোচ্চ মৃত্যু কুমিল্লায়, ২৫২ জন। এরপরে চাঁদপুরে ১৬১ জন, সাতক্ষীরায় ১১৩ জন, খুলনায় ১১১ জন, চট্টগ্রামে ১০৪ জন, ঢাকায় ৯২ জন, বরিশালে ৮৯ জন, রাজশাহীতে ৭৭ জন, বগুড়ায় ৫৯ জন এবং পটুয়াখালীতে ৫১ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
বিপিও বলছে, সারা দেশে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ হাজার ২৪৪ জনের মধ্যে পুরুষ ১ হাজার ৮০২ জন এবং নারী ৪৪২ জন। সব চেয়ে কম মারা গেছে ময়মনসিংহ বিভাগে।
কোভিড-১৯ করোনাভাইরাসের দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে গতকাল সোমাবার বিপিও এর প্রতিবেদনটি প্রকাশ করা হয় । এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ সংক্ষেপে সিজিএস ও করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য প্রস্তুত করছে।
জাতিসংঘের আর্থিতক সহায়দতায় বাংলাদেশ পিস অবজারভেটরির (বিপিও)কয়েকটি বিষয় নিয়ে নিয়োমিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। দেশের করোনা পরিস্থিতি নিয়ে গনমাধ্যমের তথ্যের উপর ভি্তি করে এইসব প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। উল্লেখ্য এই বছরের মার্চের ১ তারিখ থেকে ২৫ মে পর্যন্ত ২৫ গনমাধ্যমের তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করছে বিপিও। সব চেয়ে কম মারা গেছে ময়মনসিংহ বিভাগে। সব চেয়ে কম মারা গেছে ময়মনসিংহ বিভাগে।
ইবাংলানিউজ২৪.কে আরো পড়ুন>>
- করোনা ভাইরাসের উৎস খুঁজতে আমেরিকার গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন জো বাইডেনৱ
- করোনাভাইরাস: এক দিনে শনাক্ত আরও ১৪৪১ রোগী
ইবাংলানিউজ২৪/ তথ্য সূত্রঃ প্রথম আলো। করোনাভাইরাসে সব চেয়ে কম মারা গেছে ময়মনসিংহ বিভাগে।
মন্তব্য করুন