প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে কোনো মানুষ যাতে গৃহহীন বা আশ্রয়হীন না থাকে তা নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য। আমরা চাই বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গ্রহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায় আরো ৫৩০৩৪০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিমনামূল্যে দুই শতক জমি সহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আজ রবিবার ২০ই জুন (২০২১) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
এর আগে প্রকল্পের প্রথম পর্যায় গত জানুয়ারিতে (২০২১) প্রায় ৭০ হাজার পরিবারকে ঘর উপহার দেয় শেখ হাসিনা সরকার। আমরা চাই বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী
আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন,‘যে স্বপ্ন নিয়ে জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করে গেছেন… তার সৃষ্ট বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। এটাই আমার লক্ষ্য।আমরা চাই বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, আশ্রয়হীন থাকবে না। অন্তত এটুকু করলে আমার বাবার আত্মা শান্তি পাবে।’
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয় প্রধানমন্ত্রী আরো বলেন,‘করোনার প্রভাব শেষ হয়ে যাচ্ছে না। আমরা করোনার টিকা এনেছি, আরও আনবো। স্বাস্থ্যসুরক্ষা বিধি যেন কেউ লঙ্ঘন না করে। সবাই মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আমরা অনেককেই হারিয়েছে। আর কোনো প্রিয়জনকে হারাতে চাই না। নিজে ভালু থাকুন, আরেকজনকে সুরক্ষা দিন।’ আমরা চাই বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী
মন্তব্য করুন