দেশে আবারও শুরু হয়েছে গণটিকা কার্যক্রম । আজ ১২ জুলাই সোমবার থেকে গণটিকা কার্যক্রম জেলা- উপজেলা শুরু হয়েছে।
চীনের সিনোফার্মার টিকা দেওয়া হবে জেলা ও উপজেলায় । আর আগমীকাল থেকে দেশের সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে হবে কোভ্যাক্সের আওতায় দেশে আসা মর্ডানার টিকা।
গত রবিবার ১১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়েমিত এক ব্রিফিং এই সব তথ্য জানান টিকাদান কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক ।
তিনি বলেন , সারদেশে সিনোফার্মের টিকা উপজেলার কেন্দ্রগুলোতে পোঁছে দেওয়া হয়েছে। এর আগে সিটি করপোরেশন এলাকাতে কোভ্যাক্সের মর্ডানের টিকা পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারী ৭ তারিখ থেকে সরা দেশে গণটিকা কর্যক্রম শুরু হয় । কিন্তু ভারতের সিরাম ইনস্টিউট টিকা দেওয়া বন্ধ করে দিলে গণটিকা কার্যক্রম স্থগিত করা হয় ।
মন্তব্য করুন