করোনার সংক্রমণ বাড়ছে তার সাথে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সাধারনত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু মশার মৌসুম । তবে জুন থেকে সেপ্টম্বর হচ্ছে ডেঙ্গু মশা কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার মূল মৌসুম।
সারা দেশে চলতি বছরে জুলাই মাসে গেলো ১৮ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৮৩৫ জন। ৮৩৫ জনের প্রায় সবাই রাজধানীর ঢাকার বাসিন্ধা।
গেলো ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু জ্বরে সাবধানতা অবলম্বন করার আহব্বান জানিয়েছেন।
বেশ কয়েকদিন ধরে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারনে এডিস মশার বংশবিস্তারের দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে ধারনা করা যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২১ সালের জানুয়ারী থেকে গতকাল ১৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু রোগীর শনাক্ত হয়েছে ১২০৭ জন। এই বছরই ১২০৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত।
এর মধ্যে গতকালই ৩২৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। রাজধানীর ঢাকার ঢাকাতে ভর্তি হয়ে আছেন ৩২২ জন. রাজধানীর বাইরে ৪ জনের মধ্যে যশোর দুই জন এবং একজন করে গাজীপুর ও ময়মনসিংহের হাসপাতালে।
মন্তব্য করুন