আজ ২৩ শে জুলাই থেকে শুরু হওয়া ১৪ দিনের কঠোর লকডাউনেও থোলা থাকবে বিদেশীযাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট।তবে এই সময়ের মধ্যে বন্ধ থাকবে সব ধরণের পরবিবহন ও শিল্প কলকারখানা।
গত বৃহঃপতিবার বেবিচকের এয়ার ট্রান্সপোর্টেশনের পরিচালক বলেন, বিদেশগামী এবং বিদেশ থেকে আসা যাত্রীরা অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচল করতে পারবে।
তিনি আরো বলেন, আজ থেকে এয়ারলাইনগুলো চাইলে তাদের শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে শুধুমাত্র বিদেশ থেকে আসা -যাওয়া আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীরা অভ্যন্তরীন ফ্লাইটে চলাচল করতে পাববে।
এক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা এবং নভোএয়ার এয়ারলাইনসের বিমানগুলো অভ্যন্তরীণ রুটে বিদেশীযাত্রী বহন করতে পারবে।
বিদেশ থেকে আসছে কিনা তার প্রমাণ স্বরূপ অভ্যন্তরীণ এয়ারলাইন্সে বিদেশী যাত্রীদের টিকেট দেখতে হবে। সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে হবে । বিদেশীযাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চালু।
উল্লেখ্য আগামী ১ জুলাই থেকে সরাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার । কিন্তু সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে ১৪ ই জুলাই থেকে ২৩ শে জুলাই পর্যন্ত কঠোর বিধিনেষেধের শিথিলতা আনায়ন করেন সরকার ।
করোনা সংক্রমণ বেরে যাওয়ায় সরকারা আবারও আজ ২৩ জুলাই সকাল ৬ টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনেষেধ বা লকডাউনের ঘোষণা দেন। বিদেশীযাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চালু। বিদেশীযাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চালু।
মন্তব্য করুন