কুপি বাতির গনতন্ত্র । সকারকারের উন্নায়ণ ভাঙেছে – মির্জা ফকরুলের মন্তব্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম দেশে গনতন্ত্র সহ আওয়ামী লীগের উন্নায়ন নিয়ে প্রশ্ন তুলে বলেন, সরকারের উন্নায়ন ভেঙে পড়ছে।
বিমান বন্দরের গার্ডার ধসে পড়ার ঘটনাকে কেন্দ্র মির্জা ফকরুল এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, জনগনের টাকা দিয়ে যা নির্মাণ করা হচ্ছে তাও ভেঙে পড়ছে। তার মানে কি হচ্ছে দেশে? আওয়ামী লীগ সরকার দেশে উন্নায়নের নামে গনতন্ত্র ধ্বংস করছে। আওয়ামী লীগ সরকার জনগনের ভোটাধিকার হরন করেছ।
মির্জা ফকরুল ইসলাম আলমগীর সরকারের মেগা প্রকল্পের সমালোচনা করে বলেন,
বাস র্যাপিড ট্রান্সপোর্ট ( বিআরটি) প্রকল্পের একটি এলিভেটেড এক্সপ্রেসের গার্ডার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে ধসে পড়েছে, জনগনের টাকা দিয়ে সেটা নির্মাণ করা হয়েছে , সেটাও ভেঙে পড়ে , তাহলে হচ্ছে কি?
আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের “ কুপি বাতির গনতন্ত্র বইয়ের ” মোড়ক উন্মোচন প্রাক্কালে এই মন্তব্য করেন ।
মন্তব্য করুন