শুক্র- শনি ছুটি কাটাতে ,বাড়ী ফেরার পথে পুড়ে মরতে হলো পানিতেই। ঘটনা টি ঘটেছে বৃহস্পতিবার সদরঘাট লঞ্চ টার্মিনালে । গতকাল রাত ৩টার সময় আগুনে পানির উপর ভেসেই পুড়তে হলো ছুটি কাটানোর জন্য ঘরে ফেরা মানুষগুলোর।
লঞ্চে আগুন লাগে এমন ঘটনা আগে কখনো দেখেনি বিশ্ববাসী । বলাই বাহুল্য পুরো লঞ্চই আগুনে পুরে ছাই। ফায়ার সার্ভিস কর্মীরা শুধু মরদেহ স্তূপ দূশ্যই দেখেছেন। আর দেখেছে স্বজনের আহাজারি আর নদীতে ভাসতে লাশ দেখার জন্য মানুষের ভিড়।
বৃহস্পতিবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এমভি অভিযান-১০-এ রওয়ানা হওয়ার লঞ্চে আগুন নিয়ন্ত্রনে এলে দেখা যায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মানুষের দেহ সহ সব কিছু প্রায়।
আর দেখা যায় লঞ্চের ডেকের উপর পরে আছে ছোট ছোট শিশুদের পায়ের জুতো। আগুনে পুড়ে যাওয়া অবস্থায় চিনার উপায় নেই মোটরসাইকেলের চেহেরা।
আজ শুক্রবার ভোর তিনটা দিকে ঝালোকাটি সদর উপজেলার সুগন্ধা নদীর গাবখান চ্যানেলে এই আগুনের ঘটনা ঘটে জানায় । আগুন থেকে বাঁচার জন্য অনেক যাত্রী দীতে ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
তবে লঞ্চে শিশু, বয়স্ক ও নারীসহ কমপক্ষে ৫০০ যাত্রী ছিল জানা গেছে । ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চটির ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নামপরিচয় জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
মন্তব্য করুন