বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রা রির্জাবের দিয়ে উন্নায়ন কাজ তারান্বিত করার জন্য বাংলাদেশ অবকাঠামো উন্নায়ন তহবিল BIDA গঠন করেছে সরকার । ৬ মাসের বৈদেশিক মুদ্রা রির্জাব রেখে বাকী টাকা দিয়ে গঠন করা হয় এই তহবিল।
বিদেশি সাহয্যের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের সঞ্চিত টাকা দিয়ে উন্নায়ন করার লক্ষ্যে এই তবহিল কঠন করা হয়।
আজ গনভবনে উন্নায়ন তহবিল গঠন সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছয় মাসের খরচের টাকা রেখে । বাকী টাকা টাকা দিয়ে উন্নায়ন করাই আমাদের প্রচেষ্টা।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা থেকে ৬ মাসের টাকা রিজার্ব রেখে বাকী টাকা দিয়ে দেশে প্রথমবারের মতো দেশে প্রথমবারের মতো অবকাঠামোর উন্নায়ন হচ্ছে ।
এই উন্নায়ন তহবিল দিয়ে পায়রা বন্দরের রাবনাবদ চ্যানেল উন্নায়ন কাজ করা হবে । উন্নায়ন হবে চ্যানেলটির ক্যাপিটাল ও ম্যান্টেনেন্সের ডেজিং ।
এই উপলক্ষে তিন পক্ষের চুক্তি অনুষ্ঠানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সিন্ধান্ত বাংলাদেশের সক্ষমতার নতুন দোয়ার খোলে দিবে।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন , রিজার্বের টাকা দিয়ে কিভাবে আমার উন্নায়নের কাজে ব্যয় করতে পারি সেটা আমরা চিন্তা করছি । বার বার শুধু অনন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ঋণ বা ধার না করে আমরাই আমাদের নিজেদর অর্থ দিয়ে নিজেদের অবকাঠামো উন্নায়ন করবো।
- পায়রা বন্দরের চ্যানেল
- পায়রা বন্দরের চ্যানেল
এসময় প্রধান মন্ত্রী উন্নায়ন তহবিল গঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন।
ইবাংরানিউজ২৪.কম/
মন্তব্য করুন