নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে দেখতে দেখতে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জম্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন ছিল শুক্রবার। অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আনন্দ ও গৌরবের আয়োজনে বাংলাদেশকে অভিনন্দিত করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ বিভিন্ন দেশের সরকার প্রধানেরা।
এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে দেওয়া ভারত সরকারের গান্ধী সম্মাননা জাতির জনকের দুই কন্যার হাতে তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আগামী দিনের ভারত বাংলাদেশের লক্ষ্য-উদ্দেশ্য অভিন্ন। মোদি বলেন ভুলে গেলে চলবে না এই অঞ্চলের মানুষের জন্য জঙ্গিবাদ এখনো বড় হুমকি।
বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে এক ভিডিও বার্তায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গোদরেজ বলেছেন, দেশের উন্নয়ন ধরে রেখে বিভিন্নভাবে অবদান রেখে চলেছে বাংলাদেশ।
এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।
শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন অর্থনৈতিক অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এখন বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীআয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তায় জো বাইডেন এসব বলে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার জো বাইডেনের বার্তাটি পড়ে শোনান।
শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, এই শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি।
বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় পাশে থাকার কথা জানিয়েছেন রাশিয়া। বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে জানানো এক শুভেচ্ছা বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ আসার কথা বলেন।
বাংলাদেশকে অভিনন্দিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, বঙ্গবন্ধুকে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের মধ্যে একজনকে তিনি মনে করেন। বাংলাদেশের সাথে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করার জন্য কাজ করবেন বলে তিনি জানান।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ । স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে সততা নিষ্ঠার সাথে কাজ করার জন্য আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সময় ভারতের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।
তিনি বলেন ভারতের প্রতিটি রাজনৈতিক দল মত নির্বিশেষে ও ভারতের জনগণএকটি বিষয় ঐক্যবদ্ধ হয় বাংলাদেশের কোন বিষয়। তারা সব সময় বাংলাদেশের পাশে থাকে।প্রধানমন্ত্রী তাগিদ দেন এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একসাথে কাজ করাতে।
এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী বলেন ভারতীয় আঞ্চলিক সর্ববৃহৎ দেশ একটি স্থিতিশীল ও রাজনৈতিক অর্থনৈতিক ভাবে শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়ে তুলতে হলে ভারতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা যদি পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসি।তাহলে আমাদের জনগণের উন্নয়ন আবশ্যিকভাবে হবে।
- অর্থনৈতিক অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এখন বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
- অর্থনৈতিক অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এখন বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
- অর্থনৈতিক অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এখন বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন