নতুন ভ্যারিয়েন্ট বি১১৭ এর দ্বারা আক্রান্ত হচ্ছে তাদের খুব দ্রুত দুই থেকে তিন দিনের মধ্যে অক্সিজেনের অভাব অনুভব করছে রোগীরা। যা লঞ্চের 50 থেকে 60 শতাংশ আক্রান্ত হচ্ছে বলে মনে করেন , চিকিৎসকেরা ।
করোনা ভাইরাসের আক্রমণের তিন থেকে চার দিনের মাথায় অবস্থার অবনতি। অক্সিজেন স্বল্পতায় ছুটতে হচ্ছে হাসপাতালে । করোনার নতুন ঢেউয়ে মার্চ-২০২১ থেকে শুরু হওয়া করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা বেশি বাড়ছে। চিকিৎসকরা বলছেন করানোর নতুন ভেরিয়েন্ট কারণে এমনটা হতে পারে। যা আগের তুলনায় ৬৪ শতাংশ বেশি মৃত্যু ঝুঁকি থাকে নতুন ভ্যারিয়েন্টের আক্রান্ত রোগীদের।
কোভিট-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট বি১১৭ মৃত্যুঝুঁকি বাড়ায় ৬৪ শতাংশ বেশি যুক্তরাজ্যেও এই ভাইরাসের কারণে হাসপাতালে মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
মহামারী মোকাবেলায় নিশ্চিত দেওয়ার মতো কোনো ওষুধ নেই। শুধু স্বাস্থ্যবিধির মানে মেনে চলতে পারলেই এই মহামারী থেকে রক্ষা পাওয়া কঠীন হয়ে পরবে।। নতুন এই করোনাভাইরাসের নিয়ে সব দেশে গবেষণা হয়নি চিকিৎসকেরা বলেন কেবলমাত্র সচেতনতা করোনা ঠেকাতে পারে কোভিট-১৯ এই নতুন ভ্যারিয়েন্ট ।দেশে প্রতিদিন করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে টেস্ট করতে আসা রোগীদের আক্রাক্ত হার 30 শতাংশ বেশি।
যুক্তরাজ্যে প্রথম চিহ্নিত করা হয় বি১১৭ (B117) নামে করোনাভাইরাস টি। বাংলাদেশসহ আরো ৩৩ দেশে এই ভাইরাস বিস্তার লাভ করেছে।এই ভাইরাস মানুষকে স্পাইক প্রোটিন দ্বারা প্রভাবিত করে মানুষের কোশগুলো ধ্বংস করে দেয়।
এবং একটি কোষগুলিকে আরো ভালোভাবে রাখতে সক্ষম এবং একটি আরো কোষের সংক্রমিত করে ।- যুক্তরাজ্যের শীর্ষ স্থানীয় রোগ বিশেষজ্ঞর এন্টনি ফৌসি মনে করেন।
দেশের দেশের লাফালাফি বশীকরণের সংক্রমণ ও মৃত্যুর হার দিল 24 ঘন্টা শনাক্ত হয়েছে ৩৯০৮ রোগী। যা গত বছরের ২ জুলাই এর পর সর্বোচ্চ সংক্রমণ। আর প্রাণহানি হয়েছে ৩৫ জনের। পরীক্ষার অনুপাতে সংক্রমনের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ। মহামারীতে দেশে এ পর্যন্ত প্রাণহানি হয়েছে 8,900 চারজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় ৮৯০৪ জনের। আরে পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৫৯৫৭১৪ জন। ২৪ ঘন্টা সুস্থ হয়েছেন ২০১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন। মৃত ৩৫ জনের মধ্যে ২১ জন পুরুষ ১৪ জন নারী।
ইবাংলানিউজ২৪/
- নতুন ভ্যারিয়েন্ট বি১১৭ করোনাভাইরাস
- নতুন ভ্যারিয়েন্ট বি১১৭ করোনাভাইরাস
- নতুন ভ্যারিয়েন্ট বি১১৭করোনাভাইরাস
- নতুন ভ্যারিয়েন্ট বি১১৭ করোনাভাইরাস
মন্তব্য করুন