ঢাকা ময়মনসিংহ সড়কের একটি অংশ বিক্রি করে দিছেন আবুল হোসেন নামে এক ব্যক্তি। যুমনা টিভির Investigation 360 Degree অনুসন্ধানিক রিপোর্টে এমন তথ্য বেরিয়ে আসে।
কিভাবে মহাসড়কের মালিক হলেন এমন প্রশ্নের জবাবে মহাসড়ক জমির মালিক আবুল হোসেন বলেন, তারা লিখলে আমি কি করবো। আমি কি লিখছি ঐটা ?
আবুল হোসেন আরো বলেন, জরিপের কর্মকর্তারা কেমনে লিখছে তারাই জানে।
এদিকে ২০০৬ সালে ৫৮২৫ নং খতিয়ানে মহা সড়কের ২৪ শতাংশ আবুল হোসেন নামে দেয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।
যিনি দিয়েছেন সেই কর্মকর্তা হাজি ইউনূস আলী এখন অবসরে ।
যমুনাটিভির Investigation 360 Degree অনুসন্ধানের পর তাৎক্ষনিক তদন্তে নামার সিন্ধান্ত নেন জরিপ অধিদপ্তর।
কিন্তু এরই মধ্যে জমিটি হাত বদল হয় দুইবার । গোলাম ফারুক নামে একজন ব্যক্তি মহাসড়কের ঐ অংশটি বন্ধক রাখে সোস্যাল ইসলামী ব্যাংক নামে একটি বেসরকারী ব্যাংকের থেকে ঋণ নেন ১৫ কোটি টাকা ।
ব্যাংক ঋণের টাকা না পেয়ে সাইনবোর্ড ঝুঁলিয়ে রেখে অন্যের জমিতে ।
যমুনা টিভি রিপোর্ট অবলম্বনে মহাসড়ক বিক্রি করে দিলেন এক ব্যক্তি ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন