দুধের শিশু এয়ারপোর্টে রেখে সৌদি প্রবাসি নারী লাপাত্তা। ঘটনাটি ঘটেছে ঢাকার শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে।
আজ সকাল ৮ টার দিকে বিমানবন্দর থেকে এক শিশু অভিভাবকহীন উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা বলেন, বিমান বন্দরের ভিতরে একটি চেয়ারের শিশুটি ফিডারে দুধ খাচ্ছিল এই সময় পুলিশের নজরের আসে।
এরপর অনেক খোঁজাখোঁঁজি করেও শিশুটির অভিভাবককে খোঁজে বের করতে পারিনি পুলিশ। পুলিশের অতিরিক্ত সুপার আলমগীর হোসেন বলেন, রাত দুইটার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক নারী যাত্রী আসেন এর পর ঐ নারী ৫ নং বেল্ড থেকে মালামাল সংগ্রহ করেন।
ঐ পুলিশ কর্মকতা আরো জানায় , সেই নারী পুলিশের সাথে এই শিশুটি ছিলো । শিশুটি নিয়ে সে নারী সকাল পর্যন্ত অ্যারাইভাল বেল্টের পাশেই বসে ছিলো।
সকাল পর্যন্ত ঐ নারী বিমান বন্দেরই ছিলো । এরপর ৮ টার দিকে তিনি শিশুটি ছেড়ে চলে যান।
এরই মধ্যে নারীর পরিচয় জানতে পারছে পুলিশ , কিন্তু নারীটির পরিচয় গোপন রাখবে পুলিশ।
শিশুটি দত্তক দেওয়ার কথা ভাবছে পুলিশ । অনেক আগ্রহ প্রকাশ করেছে । এই মুহূর্তে শিশুটি পুলিশের ভিকটিম সাপোর্টে আছে ।
ইবাংলানিউজ২৪/
তথ্যঃ বিবিসি বাংলা।
মন্তব্য করুন