শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসরাম মাদাকীকে আটক করছে আইনশুঙ্খলা বাহীনি। গতকাল রাতে তাকে আটক করা হয় ।
বুধবার বিকেলে রফিকুল ইসলাম মাদনী আটকের বিষয়টি জানায় নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী । তিনি বলেন রফিকুল ইসলাম মাদানী আটক হয়ছেন ,বর্তমানে তিনি র্যাবের হেফাজতে আছেন। তাকে কেন আটক করা হয়ছে এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন , তার জানা নেই ।
এদিকে রফিকুল ইসলাম মাদানী আটকের কারনে হেফাজত আজ বিকাল তিনটার দিকে নেত্রকোনা শহরে মোক্তারপাড়া নামক এলাকায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
এই খবরের পুরো অংশ পড়ুন প্রথম আলো বাংলা ট্রিবিউন
মন্তব্য করুন