বিতর্ক আর তসলিমা নাসরিন যে একই পথের পথিক, যে কারনে রাষ্ট্রহীন তসলিমা নাসরিন। দেশ থেকে বিতারিত হয়েও প্রতিবেশি রাষ্ট্রে থেকে করতে থাকবেন একের পর এক মন্তব্য । যা সংবাদ মাধ্যম সহ সারা বিশ্বে চলে সমালোচনার ঝড়।
সম্প্রতি ইংলিশ ক্রিকেটার মইন আলিকে নিয়ে বেফাঁস মন্তব্য করায় তোপের মুখে তসলিমা নাসরিন।
মইন আলী এক টুইট বার্তায় বলেছিলো, ক্যালকহল জাতীয় পানীয় প্রচারনায় নিজেকে জড়াবেন না।
এমনই টুইটের বিপক্ষে তসলিমা নাসরিস টুইট করেন, যা জম্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিব্র সমালোচনা।
তসলিমা নাসরিনের বির্তকিত টুইটের সমালোচনা করে মুখ খুলেছেন মইন আলীর বাবা মনির আলীও ।
ইন্ডিয়ান এক্সপ্রেস কে দেওয়া এক স্বাক্ষাৎকারে মইন আলির বাবা মনির আলী বলে ছেন, তসলিমার এমন জঘন্য মন্তব্য শুনে আমি সত্যিই অবাক ও ক্ষুদ্ব হয়েছি । তাকে আমি কখনই খারাপ ভাষায় আক্রমন করতে চাইনা । কখনো দেখা হলে মুখের উপর জবাব দিবো।
মইন আলীর সমর্থনে সাকিব মাহমুদ ও স্যাম বোলিং সহ আরো অনেকে।
তোপের মুখে তসলিমা নিজের টুইট সরিয়ে আবার টুইট করে বলেন , সেখানে তিনি যা লিখেছেন তা সার্কাজম ছিলো ।
সেই টুইটেরও জবাব দিতে ছাড় দেননি মইন আলীর বাবা মনির আলী । তিন বলেন, আমার মনে হয় আয়নার সামনে দাড়ালে উনি বুঝবেন কী লিখেছেন আর মৌলবাদীই কাকে বলে। কোন মানুষের আত্মসম্মান না থাকলে ,, সে এত নিচে নামতে পারে । আপাতত তাকে বলব, একটি ডিকশনারি হাতে নিন এবং সারকাজমের অর্থ খুজে বের করুন।
মনির আলীর এমন জবাবে এখনো কোন মন্তব্য করেনি তসলিমা নাসরিন।
ইবাংলানিউজ২৪/
নিউজিল্যান্ডের সফরে টিম বাংলাদেশ ক্রিকেট টি২০ হার দিয়ে শুরু । আগামী মুঙ্গলবার হবে দ্বিতীয় টি২০।
মন্তব্য করুন