প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজিব ওয়াজেদ জয়ের ৫০ তম জম্মদিন আজ।
তিনি ১৯৭১ সারের ২৭ জুলাই বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন জম্ম গ্রহন করেন।সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি এবং পরমাণু বিজ্ঞাণী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের নাম রাখেন তারই নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জয় ডিজিটাল বাংলাদেশের রূপকার এবং তথ্য ও যোগাযোগ খাতে বিল্পব ঘটানোর নায়ক।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাস্তাবায়নের অগ্রভাগে কাজ করছেন সজিব ওয়াজেদ জয় ।
তিনি বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের নেপথ্যে কারিগর । তার মেধা যোগ্যতায় ক্রমেই দেশে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে।
সজিব ওয়াজেদের নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে বেতবুনিয়ায় প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন। তারই সূত্রধরে জয় বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠান।
১৫ই আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের সবাই যখন নিহত হয় , সেই সময় মা-বাবার সাথে সজিব ওয়াজেদ জার্মানিতে ছিলেন।
তারপর কিছুদিন পর মা-বাবার সাথে ভারতে চলে আসেন তিনি। সজিব ওয়াজেদ জয়ের শৈশব ও কৈশোর কেটেছে ভারতে।
তিনি ভারতেই কম্পিউটার সায়েন্স থেকে স্নাতক করে।এরপর লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে।
২৬ অক্টোবর ২০০২ সালে ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন জয়। তাদের একটি কন্যা সন্তান আছে।
সজিব ওয়াজেদ জয় ২০১০ সালের ২৫ ফ্রেব্রুয়ারী আওয়ামী লীগের রাজনীতিতে নাম লেখান প্রথমিক সদেস্য পদের মাধ্যমে।
বর্তমানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ শে ডিসেম্বরে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। সেই আলোকে দেশেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজ করছেন প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়।
মন্তব্য করুন