অর্থমন্ত্রী ২০২১-২০২২ সালের বাজেটের আকার বাড়িয়ে করে করেছেন ৬ লাখ কোটির ঘরে। সেই হিসাবে এক বছরে মাথাপিছুর আয় থেকে ব্যয় করবেন ৩৬ হাজার ২১৩ টাকা। কিন্তু এ থেকে ৫ ভাগের ৩ ভাগই চলে যাবে কর্মচারিদের বেতন ভাতা,সুদ, ভুর্তিকি সহ বিভিন্ন অনুন্নায়ন খাতে।অনুন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩৬৬৬০৩ কোটি টাকা যা বাজেট জিডিপির ১৭.৫ শতাংশ। অন্য বছরের তুলনায় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতায় বরাদ্ধ বাড়ছে।
প্রতি বছরই বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারির বেতন ভাতার জন্য বরাদ্ধ বাড়ানো হয় । গতকাল বৃহঃপতিবারও বাজেটে সরকারী-কর্মকতাদের বাজেটে বরাদ্ধ রাখা হয়েছে ৭১ হাজার ৩৫০ কোটি টাকা যা ২০২০-২০২১ অর্থ বছরের তুলনায় জিডিপির ৮.৩ শতাংশ বেশি। অন্য বছরের তুলনায় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতায় বরাদ্ধ বাড়ছে।
২০১৭-২০১৮ সালে সরকারী কর্মকর্তা কর্মচারির বেতন-ভাতা বারাদ্ধ ধরা হয়েছিলো ৪৭ হাজর ৮৫০ কোটি টাকা । ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারির বেতন-ভাতা বাবদ ধরা হযেছিলো ৫৩ হাজার ৪০০ কোটি টাকা, ২০১৯-২০২০ অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতার জন্য বরাদ্ধ ধরা হয়েছিলো ৬০ হাজার ৭৫০ কোটি টাকা এবং ২০২০-২০২১ সালের অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা বাবদ ধরা হয়েছিলো ৬৫ হাজার ৮৬০ কোটি টাকা । অন্য বছরের তুলনায় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতায় বরাদ্ধ বাড়ছে।
প্রতি বছর বাজেটে এই বিপুল পরিমাণ বরাদ্দ নিয়ে সবার মনে একটি প্রশ্নই জাগে: সরকারি সেবার মানও কি বরাদ্দের সঙ্গে বাড়েছে?
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ এ প্রশ্নের উত্তরে বলেন, ‘উত্তরটি নিশ্চিতভাবেই না বোধক।’ – ডেইলি স্টার।
সরকার ২০১৫-১৬ অর্থবছরে সরকারি কর্মকর্তাদের বেতন , মূল বেতন থেকে ১০১ শতাংশ বাড়িয়ে ছিলো তার পরের বছর সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাট গাড়ী কেনার জন্য স্বল্প সুদে ঋণ ও অন্যান্যা ভাতা সুবিধা বাড়ানো হয়।
বাজেটে যেসব মোবাইল ফোনের দাম বাড়বে বা কমবে।
তথ্য সংগ্রহঃ চ্যানেল ২৪ এবং ডেইলি স্টার থেকে।
মন্তব্য করুন