খুলনা বিভাগের নড়াইল উপজেলায় চাচুড়ি বাজারের এজেন্ট ব্যাংক থেকে দুই কোটি টাকা নিযে লাপাত্তা এজেন্ট ব্যাংকের পরিচালক খায়রুল বাশার ।
২০২০ সালে নড়াইলের চাচুরি বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং সুবিধা চালু করেন খায়রুল বাশার।
আশেপাশে চারটি ইউনিয়নের প্রায় ২ হাজার মানুষের তিন মাসের বিদ্যূৎ বিলের টাকা এবং জামানতের দৃই কোটি টাকা নিয়ে পালিয়েছেন ব্যাংক এশিয়ার পরিচালাক খায়রুল বাশার।
গত ১০ ই জুন নড়াইল উপজেলায় এজেন্ট ব্যাংকিং এর টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
জামানতের টাকা ও বিদ্যুৎ বিলের টাকা জমা না হওয়ার কারন খোঁজতে গ্রাহকের ব্যাংকে জমায়াত হয়।
বর্তমানে এজেন্ট ব্যাংকিং শাখাতে ডিপিএস, মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাব মিলে ১ হাজার ৩০০ গ্রাহক নিয়মিত লেনদেন করেন।
এর মধ্যে এই ব্যাংকে আছে বেশীরভাগই মেয়াদি আমানতের গ্রাহক। প্রতি মাসে ২ হাজারেরও বেশী বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন।
চাচুড়ী গ্রামের মৎসজীবি পিটু বিশ্বাস। তিন মাছ ধরে ৩ লক্ষ টাকা সঞ্চয় করেছিলেন বাড়ি বানানোর জন্য।
এক লাখে মাসিক ৮’শ টাকা পাবেন বলে এই আশায় স্ত্রী নামে ৩ লক্ষ টাকা জামানত রেখেছিলেন এশিয়া ব্যাংকের এজেন্ট ব্যাকিং।
মঙ্গলবার (৮ জুন) ব্যাংকে গিয়ে জানতে পারেন তার নামে ব্যাংকের হিসাবে কোন টাকাই জমা হয়নি।
ব্যাংক এশিয়া কর্তৃপক্ষের জানায়, ব্যাংকের ভুয়া ভাউচার ছাপিয়ে সেই ভাউচারে গ্রাহকের টাকা হাতিতে নিয়েছে এজেন্ট খায়রুল বাশার।
ব্যাংক এশিয়ার নড়াইল জেলা ম্যানেজার ফিরোজ আহম্মেদ বলেন, ব্যাংকের প্রকৃত ভাউচারে টাকা গ্রহন করলে গ্রাহক তা ফেরত পাবে।
মন্তব্য করুন