পরীমণির দায়ের করা মামলার প্রধান আসামী নাসির উদ্দিন মাহমুদ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ সোমবার (১৪ই জুন )পরীমণির মামলায় এজাহারভুক্ত প্রধান আসামী নাসির উদ্দিনকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ ।
ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারূণ অর রশিদ সাংবাদিকদের বলেন, পরিমণির মামলার আসামী নাসির উদ্দিনকে উত্তরার ১ নম্বার সেক্টর থেকে গ্রেফতার করা হয়েছে।
তাকে মহানগর গোয়েন্দা কার্যলয় নেওয়া হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে সাভার থানায় হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন