রাজধানীর বারিধারা এলাকা ও রাজধানীর মুহাম্মদপুর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে অভিনেত্রী ও মডেলকে আটক করেছে পুলিশ।
রবিবার রাত ১০.৩০ মিনিটে গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। এরা হলেন, মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মৌ আক্তার।
রাজধানীর বারিধারা এলাকা থেকে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মুহাম্মাদপুর এলাকা থেকে মরিয়ম আক্তার মৌ নামের এক মডেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি
রাত ১০.৩০ মিনিটের দিকে তাদের বাসায় অভিযান চালায় পুলিশ। তাদের কাছে মাদক পাওয়া গেছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। মৌ ও পিয়াসার বাসায় প্রচুর পরিমানে ইয়াবা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যাদি পাওয়া যাওয়ায় তাদের আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ থেকে ফারিয়া মাহাবুব পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালানো হয়। প্রায় একই সময় অভিযান চলে মডেল মৌ আক্তারের বাসায়।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ রাতে সাংবাদিকদের বলেন, পিয়াসা এবং মৌয়ের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। পিয়াসা বারিধারায় একটি ফ্ল্যাটে থাকেন। আর মৌ থাকেন মোহাম্মাদপুরে।
তাঁরা দুজনই একই চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে উঠতি বয়সের ছেলেদের নিয়ে এসে মাদক দ্রব্যাদি সেবন করিয়ে আপত্তিকর ছবি তুলতেন। এরপর ব্ল্যাকমেল করে ভুক্তভোগীদের কাছ থে টাকা আদায় করতেন এই দুই নারী। তাঁদের দুজনের বিরুদ্ধে গুলশান ও মোহাম্মাদপুর থানায় মামলা হবে।
আটকদের মধ্যে মডেল পিয়াসা নানা ঘটনায় আলোচনায় ছিলেন। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় তার নাম সামনে আসে।
সর্বশেষ গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারে পর যে মামলা হয় তাতেও পিয়াসার নাম ছিল।
আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক ছিলো স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছু দিন আগে সাফাতের সঙ্গে তার বিচ্ছেদ হয় বলে জানা গেছে।
মন্তব্য করুন