নায়িকা পরীমণি ও পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পরীমণি ও পুলিশ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে সাকলায়ের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে দুজন দুজনকে কেক কেটে খাইয়ে দেওয়াসহ অন্তরঙ্গ দৃশ্য দেখা গেছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ছাড়াও খোদ পুলিশ প্রশাসনেও নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
তদন্ত তদারক করতে গিয়ে পরিচয়ের সূত্র ধরে পরীমণির সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ স্থাপনের অভিযোগে গোলাম সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট- পিওএমে বদলি করা হয়। এছাড়া ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ সদর দফতর থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তারা বলছেন, আলোচিত নায়িকা পরীমণির সঙ্গে গোলাম সাকলায়েনের ঘনিষ্ঠতার বিষয়টি পুলিশের ইমেজ ক্ষুন্ন করেছে। সাধারণ মানুষ পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করছে। চাকরি বিধিমালা ও শৃঙ্খলা অনুযায়ী এ ধরণের কাজ করা কোনওভাবেই সমীচিন নয়।- বাংলা ট্রিবিউন
পুলিশ কর্মকর্তারা বলছেন, সরকারি বাসভবেন পরীমণিকে নিয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই নতুন একটি ভিডিও ভাইরাল হওয়ায় বাংলাদেশ পুলিশ বিব্রতকর অবস্থায় পড়েছে। ভাইরাল হওয়া নতুন এই ভিডিওতে গোলাম সাকলায়েনের জন্মদিন উপলক্ষ্য করে দুজনে কেক কাটছিলেন। তাদের সঙ্গে থাকা কেউ একজন তাদের কেক কাটার দৃশ্য ধারণ করেছেন। কেকটিতে লেখা ‘হ্যাপি বার্থডে মাই ম্যান’ দেখে ধারণা করা হচ্ছে সাকলায়েনের জন্মদিনে কেক কেটে উদযাপনের আয়োজন করেছিলেন পরীমণি।
পরীমনি-সাকলায়েনের নতুন এই ভিডিওটি ইলিয়াস হোসাইন নামক ইউটিউব চ্যানেলে দেখা যায়। ।
এদিকে ভাইরাল হওয়া নতুন এই ভিডিও সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিল কোনও মন্তব্য করেননি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে সাংবাদিকদের বলেন, ‘একজন বিসিএস ক্যাডার এ ধরনের একটি অনৈতিক সম্পর্কে জড়াবেন, এটি কখনওই প্রত্যাশিত নয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’- বাংলা ট্রিবিউন।
উল্লেখ্য, গোলাম সাকলায়েন শিথিল ৩০ বিসিএস পুলিশ ক্যাডারের প্রথম স্থান অধিকার করা কর্মকর্তা। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। তার স্ত্রী ঢাকার পাশ্ববর্তী একটি উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।
ভিডিও-
মন্তব্য করুন