ভোক্তা পর্যায় তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি গ্যাসের দাম আবারো কমলো।
এলপিজির গ্যাসের দাম ভোক্তা পর্যায় আবারো কমেছে । আজ সোমবার এক বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানা হয় ।
গ্রাহক পর্যায় ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৬৪ টাকা কমে ৮৪২ ।
এই দাম কার্যকর হবে জুন-২০২১ এর পর ।আজ সকালে বাংলাদেশে এনার্জি রেগুলেশন কম্পানির অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেয়ারম্যান আব্দুল জলিল।
তিনি বলেন, আগামী জুন-জলাইয়ের তিনটি কম্পানির সমান্ময়ে এলপিজি গ্যাসের দাম কমানোর সিন্ধান্ত নিয়েছেন।
আগে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ছিলো ৯০৬ টাকা ।
এদিকে ১৫ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ছিলো ১০৫৩ টাকার বেশি বিক্রি করা যাবেনা আর ২০ কেজির দাম রাখা যাবে সর্বোচ্চ ১৪০৪ টাকা গাড়ীতে ব্যবহৃত গ্যাসের দাম লিটার প্রতি ৪১.৭৪ পয়সা নির্ধারন করা হয়েছে । যা আগে ছিলো ৪৪.৭০ পয়সা।
ইবাংলানিউজ২৪ ডট কমে আরো পড়ুন>>
- আবারও কমলো এলপি গ্যাসের দাম। আন্তজার্তিক বাজারের দাম কমার কারনে কমছে গ্যাসের দাম-বিইআরসি।
- আবারও কমলো এলপি গ্যাসের দাম। আন্তজার্তিক বাজারের দাম কমার কারনে কমছে গ্যাসের দাম-বিইআরসি।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন