ইভ্যালির সম্পদের চেয়ে ছয় গুণ দেনা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কবি বলেন নগদ যা পাও ,তা হাত পেতে নাও বাকীর খাতা থাক শূন্য । কিন্তু বাকীর খাতা শূন্য নেই অনেক কিছু সেখানে বরং প্রাপ্তির খাতায় বড় একটা ফাঁকা।
বলছিলাম ইকমার্সের হালের অবস্থা নিয়ে-
ইভ্যালি নিয়ে বাংলাদেশ ব্যাংক সাফ জানিয়ে দিয়েছে ,সম্পদের চেয়ে ছয় গুনের বেশি দেনা থাকায়, তা পরিশোধ করার ক্ষমতা নেই কোম্পানিটির ।
মাস কয়েক ধরেই ইকমার্স নিয়ে আলোচনা মানেই ইভ্যালির । রাত ১০ টায় সাইক্লোন অফারে নাম মাত্র নামে পণ্য যারা কিনেছেন তাদের সংখ্যা নেহায়ত কম না ।
যারা ইভ্যালির এই অফার গুলো নেনি তারাও অভিশ্বাস্য অফার গুলো নিয়ে ভাবছিলেন।
এই ভাবনাটা যখন গাঢ় হচ্ছিলো ,ঠিক তখনই বোমা ফাটালেন বাংলাদেশ ব্যাংক। তারা জানালো গ্রাহক ও মার্চেন্টের কাছে ইভ্যালির দেনার পরিমান ৪০৩ কোটি ৮০ লাখ টাকা।
আর তার বিপরীতে কোম্পানিটির চলতি সম্পদ মাত্র ৬৫ কোটি ১৭ লাখ টাকা ।
সম্পদের চেয়ে ছয়গুনের বেশি দেনা কোম্পানিটির পরিশোধ করার মতো স্বক্ষমতা নেই বলে বাণিজ্য মন্ত্রনালয়কে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংক।
প্রতিবেদন অনুযায়ী গেলো ১৪ মার্চ পর্যন্ত পণ্য মূল্য বাবদ গ্রাহকদের কাছ থেকে অগ্রমি ২১৩ কোটি ৯৪ লাখ টাকার অর্ডার নিয়ে পণ্য সরবারহ করেনি ইভ্যালি।
অন্যদিকে ইভ্যালি যেসব প্রতিষ্ঠান থেকে পন্য কিনে ঐসব মার্চেন্টের কাছে বকেয়া ১৮৯ কোটি ৮৫ লাখ টাকা।
অথ্যাৎ ইভ্যালির সব চলতি সম্পদ দিয়ে গ্রাহক ও মারচেন্টের বকেয়া অর্থ মাত্র ১৬.১৪ শতাংশ পরিশোধ করা সম্ভাব হবে।
অপরিশোধিত থেকে যাবে ৩৩৮ কোটি ৬২ লাখ টাকার সমপরিমান দায়।
মন্তব্য করুন