খুলনার ডুমিরিয়া উপজেলার মাগুরাঘােনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হিজড়া শাহিদা বিবি (৪৩) সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ওই ইউপির সংরক্ষিত (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) মহিলা ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। হিজড়া মহিলা মেম্বার
শাহিদা মাগুরাঘােনার ৬ নম্বর বেতাগ্রাম সদর ওয়ার্ডের বাসিন্দা। সেখানে দীর্ঘদিন ধরে নিজে বাড়ি করে বসবাস করছেন। তার বাবার নাম আবদুর | রাজ্জাক। বাবার বাড়ি একই ইউনিয়নের দক্ষিণ | চুকনগর গ্রামে। খুলনায় দ্বিতীয় ধাপে গত
বৃহস্পতিবার ৪টি উপজেলার ২৫টি ইউপিতে নির্বাচন | অনুষ্ঠিত হয়েছে। মাইক প্রতীকে শাহিদা পেয়েছেন ২ হাজার ৭৪০ ভােট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১ হাজার ৭১৪ ভােট। সংরক্ষিত এই ওয়ার্ডে মােট পাঁচজন প্রার্থী ছিলেন।
নির্বাচনে বিজয়ী হওয়ায় আনন্দ প্রকাশ করে | শাহিদা বলেন, জনগণের ভালােবাসায় আমি
নির্বাচিত হয়েছি। আমি আমাদের (হিজড়া) | অধিকার নিশ্চিত করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। হিজড়াদের অধিকার আদায়ের চেষ্টার পাশাপাশি সব সময়ই গরিব, দুঃখী ও বঞ্চিত লােকদের পাশে থাকব।’
খুলনা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, ২০১৪ সালের ২৬ | জানুয়ারি লিঙ্গ হিসেবে ‘হিজড়া’ পরিচয়কে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। তবে ভােটার তালিকায় নারী-পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়া ঘরটি যুক্ত হয় ২০১৯ সাল থেকে। এর আগে হিজড়াদের ভােটার হতে হলে নারী বা পুরুষ হিসেবে লিঙ্গ পরিচয়ের ঘর পূরণ করতে হতাে। শাহিদা বিবিও ভােটার তালিকায় নারী | হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
এই খবরটি প্রকাশিত হয় প্রথম আলোর প্রিন্ট ভার্সনে।
মন্তব্য করুন