দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে এই পর্যন্ত করোনা ভাইরাসের টিকার ডোজ দেওয়া হয়েছে ৬৮ লাখ ৫০ হাজার ৮০৯ ডোজ মানুষকে।
শনিবার ১৭ এপ্রিল নিয়োমিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তর। এই সংবাদ সম্মেলনে বলা হয় , এ পর্যন্ত প্রথম ডোজ দিয়েছেন ৫৬ লাখ ৫১ হাজার ৪২ জন মানুষ । তাদের মধ্যে দ্বিতীয় ডোজ দিয়েছেন ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন মানুষ।
সব মিলিয়ে ৯৬৭ জনের হালকা জ্বর , মাথা ব্যাথা , গা ব্যাথার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
প্রথম ডোজ নেওয়ার ৫৬ লাখ ৯৯ হাজর ৪২ জনের মধ্যে পুরুষ রয়েছে ৩৫ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন । আর নারী রয়েছেন ২১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন ।
অন্য দিকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয় ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জনকে । এর মধ্যে পুরুষ আছেন ৭ লাখ ৮০ হাজার ৭৫৯ জন আর নারী আছে ৩ লাখ ৭১ হাজার ৮ জন।
গত ৭ ফেব্রুয়ারি দেশে প্রথম করোনাভাইরাসের টিকা দান কর্মসূচি শুরু হয় । দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।
আজ শনিবার বিকাল ৫ পর্যন্ত নিবন্ধন করে ৭১ লাখ ৪ হাজার ৫৬৩ জন। করোনাভাইরাসের টিকা দেওয়া করোনাভাইরাসের টিকা দেওয়া
ইবাংলানিউজ২৪/ তথ্য সূত্রঃ বাংলা ট্রিবিউন
মন্তব্য করুন