বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র প্রধান করোনাভাইরাসের টিকার সম-বন্টনের বিষয়টি নিশ্চিত করার প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
ডব্লিউএইচও এখন সেপ্টেম্বর মাসের মধ্যে প্রতিটি দেশের জনসংখ্যার ১০% লোকের টিকাদান সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে।
ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আদহানোম ঘেব্রেইয়েসুস সংস্থাটির বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেন।
এই বার্ষিক অধিবেশন টেলি-কনফারেন্সের আদলে সোমবার থেকে শুরু হয়েছে। এর ১শ ৯৪টি সদস্যের সবাই এতে অংশ নেয়।
তেদ্রোস ইঙ্গিত দেন যে, সমস্ত টিকার ৭৫ শতাংশেরও বেশি কেবল ১০টি দেশের হাতে রয়েছে।
বিষয়টিকে তিনি একটি “ন্যাক্কারজনক অসম-বন্টন” বলে অভিহিত করেন এবং বলেন, তা বৈশ্বিক মহামারীকে দীর্ঘস্থায়ী করছে।
তেদ্রোস টিকার সম-বন্টন নিশ্চিত করার জন্য গঠিত একটি কাঠামো, কোভ্যাক্স ব্যবস্থায় সাহায্য করার জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান।
আরো পড়ুন>>
প্রায় ৭০ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া শেষ।
এই খবরের বিস্তারিত পড়ুন এখানে>>
মন্তব্য করুন