জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর ইউনিয়নে চট্রগ্রামের পটিয়াতে সরকারের ঘোষিত মেয়াদের আগেই করোনাভাইরাসের টিকা রেজিষ্টেশন না করেই টিকা দেওয়ার অভিযোগে তিন সদেস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সরকার নির্দেশনা না মেনে টিকা দেওয়ার অভিযোগে অভিযুক্ত হোন মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) রবিউল হোসেন।
তিনি দাবি করেন, হুইপের সম্মতিক্রমেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
রবিউল হোসেন সাংবাদিকদের বলেন, ‘টিকা দেওয়ার বিষয়টি আমি সবাইকে জানিয়েছি। হুইপ মহোদয় এ বিষয়ে সম্মতি দিয়েছেন। এলাকার মানুষের জন্য কিছু করার ইচ্ছে পোষণ করলে তিনি এতে সম্মতি দেন। ’
শুক্রবার ইউনিয়নের শোভনদণ্ডী আরফা করিম উচ্চ বিদ্যালয়ে এবং শনিবার শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজে সকাল থেকে দুপুর পর্যন্ত টিকা দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। অথচ দেশের কোথাও এখনো ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান শুরু হয়নি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর বলেন, সরকারিভাবে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হবে ৭ আগস্ট।
তার আগে এভাবে টিকা দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি জানতে পেরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে । কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গতকাল শনিবার পর্যন্ত দুই দিনে প্রায় দুই হাজার মানুষকে সিনোফার্মের টিকা দেওয়া হয় বলে জানা গেছে। কথা ছিল ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরুর আগে শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে টিকা দেওয়া হবে।
শোভনদণ্ডী ইউনিয়ন পর্যায়ে টিকাদানের বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপি), সিভিল সার্জন কিংবা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কেউ আগে থেকে জানতেন না।
স্থানীয় ইউপি চেয়ারম্যানও বিষয়টি জানতেন না। এ ব্যাপারে বিভাগীয় পরিচালকের দপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে।
মন্তব্য করুন