অত্যাধুনিক ইন্ট্রা-ন্যাজাল প্রযুক্তি ব্যবহার করে নাকে প্রয়োগ করা যায় এমন ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ বায়োমেডিক্যাল ফার্ম-ভিরাকর্প এবং দেশের প্রতিষ্ঠান-ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।
শনিবার ইনসেপ্টার মিডিয়া কনসালট্যান্ট জাহিদ রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির ভাইরোলজিস্ট এবং ভিরাকর্প-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মুনিরের গবেষণার ওপর ভিত্তি করে এই ভ্যাকসিন তৈরি করা হচ্ছে।
এই ভ্যাকসিন ন্যাজাল স্প্রে-এর মাধ্যমে সহজে প্রয়োগ করা যায় এবং প্রচলিত কোল্ডচেইন পরিবহন ব্যবস্থার মাধ্যমে ভ্যাকসিনটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়।
মন্তব্য করুন