দেশে করোনা সংক্রমণ স্বাভাবিক হলে আগামী জুনে স্কুল-কলেজ খুলতে চায় শিক্ষা মন্ত্রণালয়।
করোনা মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে এ পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে তথ্য চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) চিঠি দেওয়া হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইছমত উল্লাহ স্বাক্ষরিত এসংক্রান্ত চিঠিতে এই তথ্য চাওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রহণ করা সকল কার্যক্রমের সর্বশেষ অগ্রগতিসংক্রান্ত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয় শাখায় মন্ত্রণালয়ের নির্ধারিত মেইলে এ তথ্য পাঠানোর নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
ইবাংলানিউজ২৪ ডট কমে আরো পড়ুন>>
মন্তব্য করুন