শাহবাগে টানা ১৩ দিন অবস্থানরত প্রতিবন্ধী শিক্ষকদের এমপিওভুক্তির ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রতিবন্ধী স্কুলের নীতিমালার মধ্যে যদি তারা পড়েন নিশ্চয়ই হবে। আশা করছি শিগগিরই নতুন এমপিওভুক্তির ঘোষণা দিতে পারবো। এটি নিয়ে কাজ চলছে।
গত শুক্রবার (১ এপ্রিল ২০২২) দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘বাংলাদেশ ইতিহাস সম্মিলনী’র সপ্তম বার্ষিক সম্মেলনে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারের সময়ে আমি মনে করি কোনও শিক্ষকের আন্দোলনে নামার দরকার নেই। তাদের দাবি যদি যৌক্তিক হয় সরকার এমনিতেই পূরণ করবেন। প্রতিবন্ধী স্কুল যারা চালান, তাদের কথা আমরা অবশ্যই চিন্তা করবো।’
উপাচার্য নিয়োগে নীতিমালার বিষয়ে জানতে চাইলে ডা. দীপু মনি বলেন, ‘আমরা যেকোনও বিষয়ে ঢালাও মন্তব্য করি। ভালোমন্দ সব জায়গায় আছে। দুজন বা পাঁচ জন ভালো কাজ করলেন না। হয়তো একটু ভুল করলেন। তার জন্য সবাইকে দায়ী করা ঠিক নয়।’
আরো পড়ুন>> জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার বিষয়ে নতুন নির্দেশনা
মন্তব্য করুন