কোরিয়া ভাষা শিক্ষায় গ্রামার টা জানা অতি জরুরি বিষয় । গ্রামার ভালো করে জানলে ইপিএস টপিক পরীক্ষায় ভালো করা অনেকটা সহজ হয়। পাঠক ও কোরিয়া ভাষা শিক্ষার্থীদের জন্য় কিছু গ্রামার নিম্মে তুলে ধরা হলো ।
- ㄷ, ㅅ ,ㅆ,ㅈ,ㅊ,ㅌ,ㅎ = “ত” যদি বাচ্ছিম হয় কর পর যদি “ㄷ” দিগত আসে তাহলে তার উচ্চারণ যুক্তবর্ণ হিসেবে উচ্চারিত হবে। যেমন, 찿다=찿따 (찿다 (চ্ছাতদা) টা উচ্চারণের সময় হবে 찿따( চ্ছাত্বা চ্ছাত্তা) )
- বাচ্ছিমের পর স্বরবর্ণ আসলে বাচ্ছিমটি উপরে গিয়ে পূর্বের রূপ ধারন করে। যেমন, 일이 = 이리
- 은/는 এবং 이/ 가 হচ্ছে সাবজেক্ট পার্টিকেল ।
- 을/를 হচ্ছে অবজেক্ট পার্টিকেল।
- 은/는 অনেক ক্ষেত্রে টপিক পার্টিকেল হিসেবে কাজ করে।
যেমন,আজকে আমি ব্যস্ত= 오늘은 제가 바빠요.
এখানে টপিক বলতে , আজকে আমি ব্যস্ত । টপিকটাই হচ্ছে আজকে আমি ব্যস্ত বা আজ (오늘).
আরেকটি উদাহারন দেখা যাক, যেমন- 라자 싸가 내일은 바빠요. এখানে রাজা সাবজেক্ট তাই 가 বসছে। 내일 হচ্ছে টপিক পার্টিকেল , কেননা , আজ (내일) হচ্ছে কোন নির্দারিত বিষয়,তাই টপিক । তাই তার পাশে 은 বসবে।
**এখানে উল্লেখ্য, শব্দের শেষে যদি ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে স্বরবর্ণ হিসেবে পার্টিকেল যোগ হবে , অন্য দিকে যদি শব্দের শেষে স্বরবর্ণ থাকে তাহলে বঞ্জনবর্ন পার্টিকেল যোগ হবে।**
- কারো সাথে পরিচিত হওয়ার ক্ষেত্রে은/는 ব্যাবহার করা হয়।
은/는 টপিকেল পার্টিকেল হলেও কারো সাথে পরিচিত হওয়ার ক্ষেত্রে은/는 বসে। যদিও সাবজেক্ট পার্টিকেল이/ 가।
একটা উদাহারন দেখা যাক, 저는 라자 입니다.= আমি রাজা।
저 মানে আমি , আমি মানে সাবজেক্ট । তাই 저 এর সাথে নুন বসছে। কেননা, রাজা নিজেকে তার পরিচয় দিচ্ছে।
৭. 아니다, 없어, 있어 এর আগে যদি সাবজেক্ট বা নাম বসে তাহলে সাবজেক্টের সাথে 이/ 가 ব্যবহার করতে হয়।
যেমন, 이것은 책이 아니다 = এটা বই না। এখানে সাবজেক্ট বই তাই 이 বসেছে , যেহেতু বাচ্ছিম ব্যাঞ্জনবর্ণ তাই이বসেছে । বাচ্ছিম ব্যাঞ্জনবর্ণ না থাকলে 가 বসতো।
আরেকটা উদাহারন চলুন দেখি , যেমন- 밥이 없어요 = ভাত নাই।
নোট: আনারিফিক হচ্ছে অধিক সম্মান সূচক
৮. আমরা জানি , যে সকল শব্দের শেষে 다 আছে ঐ সকল শব্দই ভার্ব , যেমন , 하다= করা, 되다= হয় বা হওয়া ।
নোট: 아무나= কেউ ,아무거나=যে কোন কিছু, 아무데다=যে কোন যায়গায়,아무도=কেউ না,아무거도=কিছু না,아무데도=কোথাও না,
*** ㄱ বাচ্ছিমের পর যদি ㄷ আসে তাহলে ㄷ এর উচ্চারণ সাং দিগত (ㄸ) হবে। যেমন, 식당=식땅=ব্যাংক
“ㅎ”বাচ্ছিম
৯. “ㅎ” (হিউত) বাচ্ছিমের পরে ㄱ ,ㄷ,ㅂ,ㅈ থাকলে ㄱ,ㄷ,ㅂ,ㅈ এর উচ্চারন যথাক্রমে ㅋ, ㅌ , ㅍ,ㅊ এর মতো উচ্চারন হবে।
যেমন, *닿가= 다카,*닿다= 다타,앟바 =아파, 앚하= 아차 ( এখানে লক্ষ্য করুন হিউত থাকলেও হিউত যেখানে বাচ্ছিম বসে গেছে) (এখানে হিউত উচ্চারিত হবে না)।
১০. “ㅎ” বাচ্ছিমের পরে “ㅇ” (ইয়ং) থাকলে হিউত টি উচ্চারিত হবে না । মোটকথা হিউত বাদ যাবে উচ্চারনের সময়। যেমন, 낳아= 나아, 상하이=상아이
১১. “ㅎ” হিউত বাচ্ছিমের পর যদি “ㄴ” থাকে তাহলে “ㅎ” হিউতটি “ন “ㄴ”এর মতো উচ্চারিত হবে । যেমন, 앟는= 안는, 샇는= 산는.
১২. ㅎ বাচ্ছিমের পর যদি “ㅅ” আসে তাহলে হিউতটি উচ্চারিত না হয়ে ㅅটি ডাবল বা সাংসিউত ㅆ হিসেবে উচ্চারিত হবে । যেমন,
앟슨= 아쓴 .
উপরে উল্লেখিত বিষয় নিম্ম রূপ- চলুন এক জলকে দেখে নেই-
ㅎ>ㅇ=ㅇ, ㅎ>ㄴ= ㄴ, ㅎ>ㅅ= ㅆ .
의এর ব্যবহার
১৩.শব্দের প্রথমে বসলে 의=উই, যেমন, 의자= চেয়ার, 의사= ডক্তার।
১৪. শব্দের প্রথম শব্দের পরে বসলে “এ” এর মতো উচ্চারণ হয়।
যেমন, 회의 (হুইএ)= সম্মেলন । 편의 (ফিয়েনএ)= সুবিধা
১৫. ㅎ,ㄴ,ㄸ নে শব্দের প্রথমেই বসুক , আর পরেই বসুক의 এর উচ্চারণ ই কারের মতো হবে । যেমন, 희망(হিমাং) =আশা, 늴리리(নিরিরি),띄어써가 (তি্অসগা) ।
으로/ 로 = দ্বার ,দিয়ে ,কর্তৃক বা দিকে
১৬. 어디로 갈 게요 = কোন দিক দিয়ে যাবেন।
নোট: এখানে 로 দিয়ে দিকে বুঝায় । 어디 এর ই-কার স্বারবর্ণ হওয়ার কারনে ব্যাঞ্জনবর্ন 로 বসছে।
১৭.톱으로 나모를 찰라요 = করাত দিয়ে গাছ কাটে।
নোট: এখানে করাত দিয়ে গাছ কাটা হয় বলে এবং 톱 নিচে বিউব ব্যাঞ্জনবর্ন হওয়ার কার কারনে 으 স্বারবর্ণ으로 বসছে।
고있다= তেছে , তেছ,, তেছেন/ 고없다= তেছেন না, তেছে না , তেছ না
১৮.প্রতিদিন যে কাছটি করা হয় তা বুঝাতে고있다/고없다 ব্যাবহার করা হয় । এটা প্রেজেন্ট পাস্ট কন্টিউনিউয়ার টেনসও বলা যায় ।
যেমন, আমি প্রতিদিন সকালে ঔষধ খাইতেছি – 저는 매일 아침에 약을 먹고있요.
অন্যভাবে বলা যায়, অবিরাম যে কাছটি চলছে বা চলোমান সে সব ক্ষেত্রে 고있다 ব্যবহার করা হয়।
আরেকটি উদাহারন, যেমন- আমি কোরিয়াতে বসবাস করতেছি-저는 한국어 살고있어요.
১৯. 현재= বর্তমান, 과거= অতীত, 미래= ভবিষৎ । এই তিনটা কালে 고있다 ব্যবহার করা যায়।
চলুন দেখি কিভাবে এই তিন কালে고있다 ব্যবহার করার নিয়ম-
বর্তমান কাল বা현재
저는 밥을 먹고있어요= আমি ভাত খাইতেছি। ()
অতীত বা과거
저는 밥을 먹고있었어요= আমি ভাত খাচ্ছিলাম।
ভবিষৎ বা미래
저는 밥을 먹고있을거예요= আমি ভাত খাবো।
নোট: বাচ্ছিম থাকলে= 을거예요. বাচ্ছিম না থাকলে-를거예요.
এখানে যদি বাচ্ছিম ব্যাঞ্জনবর্ণ হয় তাহলে স্বরবর্ণ , আর যদি বাচ্ছিম স্বরবর্ন হয় তাহলে ব্যাঞ্জনবর্ণ হবে।
으세요/ 세요= আমাকে দিন বা অনুরোধ বুঝাতে ব্যবহার করা হয়
২০. বাচ্ছিম থাকলে 으세요 আর বাচ্ছিম না থাকলে세요 ব্যবহার করা হয়।
নোট: যদি বাচ্ছিম ব্যাঞ্জনবর্ণ হয় তাহলে স্বরবর্ণ, আর যদি বাচ্ছিম স্বরবর্ন হয় তাহলে ব্যাঞ্জনবর্ণ হবে।
“ ㄴ” বাচ্ছিমের নিয়ম
২১. “ ㄴ” বাচ্ছিমের পর ㄱ,ㄷ,ㅈ থাকলে তার উচ্চারন ডাবল হয়ে যায় । যেমন, 만가=만까, 한다=한따, 한자=한짜
২২. “ ㄴ” বাচ্ছিমের পর “ㅎ” থাকলে “ㅎ” এর জায়গায় “ ㄴ” চলে গিয়ে উচ্চারিত হবে যেমন, 은행=으냉.
“면” এর ব্যবহার
২৩. শব্দের শেষে “면” থাকলে তার উচ্চারণ বাংলা শব্দার্থ “লে” এর মতো উচ্চারণ হবে। যেমন, 올라가면=উপরে উঠলে । উল্লেখ্য , এখানে 올라가다 মানে উপরে উঠা , 다 এর পরিবর্তীতে 면 বসছে।
মন্তব্য করুন