সালমান খানের ছবি রাধে মুক্তি পাচ্ছে পবিত্র ঈদুল ফিতরে। তবে সিনেমার দেখার ধরন পাল্টিয়ে দিয়েছে সালমান খান । তার ছবি দেখা যাবে অনলাইনে । সালমান খান তার সিনেমা রাধে মুক্তি দিবে ওটিটি প্ল্যাটফর্ম ।
ঈদে ওটিটি প্ল্যাটফর্ম মুক্তি পাবে সুপারস্টার সালমান খানের ছবি রাধে সিনেমা। ঈদ মানেই সালমানের ছবি ।
কিন্তু এই ঈদে সালমানের সিনেমা মুক্তি পেলেও দেখা যাবেনা বড় পর্দায় । ভারতে করোনা পরিস্থিতির কথা মাথা রেখে সালমানের সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম মুক্তি পাচ্ছে।
সুপারস্টার সালমান খান ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা দেখার বিষয় বলেন, আমি জানি অনেক হতাশা হয়েছে আমার সিনেমা বড় পর্দায় না দেখতে পেয়ে। কিন্তু আমি সবাইকে অনুরোধ করছি , প্লিজ বাড়িতে বসে সিনেমা দেখুন । আমি চাইনা লোকে বলুক , আমার সিনেমা দেখে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
তিনি আরো বলেন, মানুষের যদি সিনেমা পছন্দ হয় তাহলে করোনা পরিস্থিতি কেটে গেলে বড় পর্দায় মুক্তি দেওয়া হবে।
ঈদের দিন থেকে ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি দেওয়া হবে বলে জানান , সালমান খান।
ইবাংলানিউজ২৪ডটকমে আরো পড়ুন>>
- করোনা যুদ্ধাদের খবারের ব্যবস্থা করলেন সালমান খান।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় লাভে- উচ্ছ্বাস প্রকাশ করেছেন টুইট দেব-মিমি-নুসরাতর।
- বাংলা সিনেমার চিত্রনায়ক ওয়াসিম আর নেই।
মন্তব্য করুন