সালমান খানের সিনেমা রাধে “ ইয়েোর মোস্ট ওয়ান্টেড ভাই” সিনেমাটিতে সালমান খান নিজেই অভিনয় ও প্রযোজনা করেছেন।
উল্লেখ্যযোগ্য বিষয় হচ্ছে, সিনেমাটি একদিনেই ওটিটি প্ল্যাটফর্মে রেকর্ড সংখ্যক ভিউ অর্জন করেছে। একদিনেই ৪২ লাখবার ভিউ হয় সিনেমাতে।
ঈদ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার জি ফাইভে অ্যাপে মুক্তি পায় রাধে “ ইয়েোর মোস্ট ওয়ান্টেড ভাই” সিনেমাটি।
ভিউ রেকর্ড ভাঙ্গার কারণে সালমান খান ইনস্টাগ্রামে ভক্তের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ইনস্টাগ্রামে ভক্তদের ধন্যবাদ জানাতে গিয়ে সালমান খান বলেন, ‘ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এক দিনে “রাধে”কে সর্বোচ্চবার দেখা ছবি বানিয়ে দেওয়া বড় উপহার। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া চলচ্চিত্র বাঁচবে না।’
রাধে “ ইয়েোর মোস্ট ওয়ান্টেড ভাই” সিনেমাটি জি ফাইভে মুক্তির কয়েক ঘন্টার পর সার্ভার ক্র্যাস করে। এক সঙ্গে বহু দর্শক ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে প্রবেশ করায় ক্র্যাশ করে বলে জানায় যায়।
এর আগে সুপারস্টার সালমান খান ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা দেখার বিষয় বলেন, আমি জানি অনেক হতাশা হয়েছে আমার সিনেমা বড় পর্দায় না দেখতে পেয়ে। কিন্তু আমি সবাইকে অনুরোধ করছি , প্লিজ বাড়িতে বসে সিনেমা দেখুন । আমি চাইনা লোকে বলুক , আমার সিনেমা দেখে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
তিনি আরো বলেন, মানুষের যদি সিনেমা পছন্দ হয় তাহলে করোনা পরিস্থিতি কেটে গেলে বড় পর্দায় মুক্তি দেওয়া হবে।
ঈদের দিন থেকে ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি দেওয়া হবে বলে জানান ,।
ইবাংলানিউজ২৪ডটকমে আরো পড়ুন>>
মন্তব্য করুন