ভারতের কলকতার অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে বর্তমানে মিডিয়া পাড়ায় চলছে তোলপাড়।
কলকাতা সহ বাংলাদেশের মিডিয়ায় নুসরাতে মা হওয়ার বিষয় খবরের পর খবর চাওর হচ্ছে অনলাইন সহ জাতীয় দৈনিকগুলোতে ।
আর কৌতুহলের শেষ নেই সমাজিক যোগাযোগ মধ্যমগুলোতে।
এরই মধ্যে নিখিলের সঙ্গে তাঁর সম্পর্কের নিরিখে অবশেষে মুখ খুললেন নুসরত এমনই খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা ।
ঐ খবরে নুসরাত বলেন, তুরস্কে বিয়ে হয়েছিল তাঁদের। সেই প্রসঙ্গ টেনে নুসরত জানালেন, তুরস্কের বিবাহ আইন অনুসারে এই অনুষ্ঠান অবৈধ।
উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। ফলে, এটা বিয়েই নয়।
বুধবার একটি বিবৃতি জারি করে নিজের যুক্তি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। তিনি বললেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না’।
গত কয়েক দিন ধরে মা হবে নুসরাত । কিন্তু অনাগত সন্তানের পিতার পরিচয় কি? নুসরাতের স্বামী নিখিলের অস্বীকার ,নুসরাতের পেটের সন্তান নিখিলের না । শুধু তাই নয় নিখিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হচ্ছেনা কেন ।
এই সব প্রশ্নের জবাবে রবিবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কারও কোনও উদ্ধৃতি ব্যবহার না করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ‘যে যা খুশি বলে বলুক, আমি চুপ থাকায় মাস্টার!’
মন্তব্য করুন