ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার বিষয় পরীমণির অভিযোগ গ্রহণ করলো পুলিশ।
গত ১৪ ই জুন পরীমণি লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়।
এদিকে রূপনগর থানার এসআই ফারিক এই তথ্যটি নিশ্চিত করে বলেন, সোমবার ১৪ ই জুন রূপনগর থানায় পরীমণির লিখিত অভিযোগ করেন । অভিযোগে ঢাকা বোর্ড ক্লাবের নাসির উদ্দিন মাহমুদের নাম উল্লেখ করেন পরীমণি।
এস আই ফারুক আরো বলেন ,আমরা পরীমনির বাসায় গিয়ে তার কাছ থেকে বিস্তারিত শুনেছি ও বক্তব্য নিয়েছি। তিনি
লিখিতভাবে অভিযোগ করেছেন। আমি সেই অভিযোগ সাভার থানার কাছে পৌঁছে দিচ্ছি। তারা এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করবেন।
বনানী থানা পুলিশকে এজাহারে পরী মনি বলেছেন, বুধবার রাত পৌনে ১১টার দিকে তার এক বন্ধু অমি বাসায় আসেন। বাসা থেকে তাকে উত্তরার বোট ক্লাবে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন জিমি ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী। বোট ক্লাবে যাওয়ার পর সেখানে সাত/আটজনের একটা গ্রুপ ছিল। তাদের মুরব্বি ছিলেন নাসির উদ্দিন নাসির উদ্দন মাহমুদ। তিনি বোর্ড ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দেন। পরী মনিকে চড় থাপ্পড় দেওয়া হয়েছে তার পরনের পোশাক মদ্যপ অবস্থায় টেনে ছেড়া হয়েছে। তার সঙ্গে থাকা জিমিকে গলায় একজনের শার্ট পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
এর আগে গত ১৩ ই জুন রূপনগর থানা পুলিশ পরীমণির বাসায় গিয়ে তার অভিযোগ রেকর্ড করেন।
পরীমণি সাংবাদিকদের বাসায় ডেকে যা বলেন।
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন।
সূত্র: ভোরের কাগজ।
মন্তব্য করুন