পাহাড়ের কোলে শ্রাবন্তীর পুত্র অভিমন্যু ও তার প্রেমিকা দামিনীর অন্তরঙ্গ ছবি ইনস্ট্রাগ্রামে ।
শ্রবন্তী চট্রোপাধ্যায়ের ছেলে অভিমন্যু চট্রোপাধ্যায়ের কাশ্মীরের পহেলগাঁও এ রোম্যান্সোকর ছবি পোস্ট করেছে ইনস্ট্রাগ্রামে।
ছবিতে দেখা যায়, পাথরের উপর বসে শ্রাবন্তীর ছেলের হাত শক্ত করে ধরে আছে প্রেমিকা দামিনী ঘোষ।
২০২১ সালের শুরুতেই অভিমন্যু (ঝিনুক: শ্রাবন্তী ঝিনুক নামেই ডাকে) প্রেমের চিহ্ন এঁকেছিলো প্রেমিকার জীবনে।
মা শ্রাবন্তীর তৃতীয় বিষয়ে ভাঙ্গার খবর যখন নেট জগতে তোলপাড় সৃষ্টি করে ঠিক তখই অভিমন্যু তার তার প্রেমের বিষয় সোশ্যাল মিডিয়া তথা মিডিয়া পাড়ায় নিয়ে আসেন।
যদিও দামিনী ঘোষ ও অভিমন্যুর প্রেমের কথা শ্রবন্তী জানতো আর তার সাথে সোশ্যাল মিডিয়াতে তার অন্তরঙ্গ মুহূর্তগুলো নেটিজেনদের চোখ এড়াতে পারতো না।
ঘুরাঘুরি করতে ভালোবাসেন অভিমন্যু । আর পাহাড় তার ভীষণ পছন্দের জায়গা । তাইতো গেলো কয়েক মাস আগে ঘুরতে গিয়েছিলেন ট্রেকিংয়ে হিমাচল প্রদেশে । আর এইবার চলেগেলেন কাশ্মীরের পহেলগাঁও এ।
সেখান থেকে ছবি পোস্ট করে করে জানিয়ে দিলেন, তাদের প্রমের সম্পর্ক খুবাই মধুময় ভাবে কাটছে তার সাথে আরো জানিয়ে দিলেন প্রকৃতির সৌন্দর্য ও তার পাশে থাকা ভালোবাসার মানুষ থাকলে নিন্দুকেরা কি বলছে তা কি আসে যায়?
শ্রবান্তীর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যূ। অভিমান্যু ও দামীনির প্রেম নিয়ে শ্রাবন্তী বলেন, এই বয়সে তো এ রকম হবেই।
সোশ্যাল মিডিয়াতে , অযাচিত ট্রল নিয়ে মা- ছেলে কেউ ভাবেনা । আর শ্রাবন্তী অকপটে তো বলেই ফেললেন, ঝিনুক বলে-মানুষের নোংরা মানসিকতা তাই আমাদের বাজে কথা শুনতে হয়। আর দিনের শেষে আমি তো শ্রাবন্তীর ছেলে।
মন্তব্য করুন