এক দেশ এক রেইট । দেশ জুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম বেধে দিয়েছে সরকার। সরকারের বেঁধে দেওয়ার দামে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বিক্রি হবে দেশ থেকে বিভাগ ,জেলা ,উপজেলা এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে।
তিনটি ট্যারিফে সরকার শহর থেকে গ্রাম পর্যায় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বিক্রির বাধ্যবাধতা জারি করেছে।
প্রথম ট্যারিফ ৫ এমবিপিএসের দাম সর্বোচ্চ রাখা যাবে ৫০০ টাকা। ১০ এমবিপিএসের দাম রাখা যাবে ৭০০ হতে ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের দাম রাখা ১১০০ হতে ১২০০ টাকা।
গত ৬ ই জুন রাজধানীর বিটিআরসি সম্মেলনে কক্ষে, এই ট্যারিফগুলো শুভ উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফ জব্বার। ব্রডব্যান্ড ইন্টারনেটে সরকারে বেঁধে দেওয়া দাম- এক দেশ এক রেট।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এটি অন্যতম মাইলফলক হিসবে কাজ করবে।
মন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাসের মহামারীর সময় ইন্টারনেটের গুরুত্ব সবাই উপলব্ধি করতে পরেছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী দেশের ইন্টারনেট সেবা দেশের ইউনিয়ন পর্যন্ত পৌঁছে দেবার পাশাপাশি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়ার কথা উল্লেখ্য করে বলেন, দেশের চরাঞ্চলে ও হাওড় এলাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। ব্রডব্যান্ড ইন্টারনেটে সরকারে বেঁধে দেওয়া দাম- এক দেশ এক রেট।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন-আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, এর ফলে আইএসপিদের সাথে ব্যবহারকারীদের দূরত্ব কমবে। এনটিটিএন ও আইআইজিদের ট্যাারিফ নির্ধারণের জন্য বিটিআরিসির প্রতি অনুরোধ জানান । ব্রডব্যান্ড ইন্টারনেটে সরকারে বেঁধে দেওয়া দাম- এক দেশ এক রেট।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে ৯৮ লাখ ব্রডব্যান্ড ব্যবহারকারী রয়েছেন। যারা দেশের ৫৮ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন।
মন্তব্য করুন