গুগল বিজ্ঞাপণী পরিষেবায় পরিবর্তন আনছে এমই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল The Wall Street Journal.
ব্রাউজার কুকিজ ট্রেকিং
ল্যারি পেজ ও সার্গেই বিনের প্রতিষ্ঠিত অ্যালফাবেটের অধীনস্থ গুগল বাউজার কুকিজ ট্রোকিং বিজ্ঞাপণ প্রচল থেকে বেরিযে তারা ডিজিটাল বিজ্ঞাপণের পরি কল্পনা করছেন ।
১৯৯৮ সালের ৪ সেপ্টঃ গুগল প্রতিষ্টা হয় । তখন গুগল কেবল সার্চ ইঞ্জিন রুপেই পৃথিবীতে আদিপত্য বিস্তার করেছিলো । কিন্তু এখন গুগল মানেই বিরাট একটি প্রযুক্তির মাধ্যম ।
ইউটিউব, জিমেইল, সার্চ ইঞ্জিন এবং অ্যানড্রয়েটের মতো জনপ্রিয় প্লাটফর্ম তৈরি করে গুগল বিজ্ঞাপণি ব্যবস্থাকে ডেলে সাজায় । তারই বাস্তবতায় নিরিখে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করা এবং সেসব ওয়েব ব্রাউজারে আপনার বিচরণ তা হিস্টিরি বা কুকিজ গুগল ট্রেকিং করে বিজ্ঞাপন প্রদর্শন করতো ।
এই কুকিজ ট্রেকিং থেকে সরে আসতে চাইছে গুগল । প্রযুক্তির দিক পালে গুগলও তার বিজ্ঞাপণি ব্যবস্থায় পরিবর্তন আনতে চাইছে যাকে বলে ডিজিটাল বিজ্ঞাপণী ব্যবস্থা ।
এর আগে আমাজন ডিজিটাল বিজ্ঞাপণি ব্যবস্থা চালু করে । আমাজন ডিজিটাল বিজ্ঞাপনী ব্যবস্থার মাধ্যমে সরা পৃথিবীতে অভূতপূর্ব সারা পাচ্ছে।
আমাজনকে অনুসরন করতে চাইছে গুগল। যদিও বর্তমান সময়ে বিজ্ঞাপণের একছত্র আধিপত্ত্য বিস্তার করছে গুগল।
সারা পৃথিবীর বিজ্ঞাপণের মোট ৩৭ গুগল ,ফেইসবুক ২১ শতাংশ আর সেখানে আমাজন মাত্র ৪ শতাংশ।
আমাজনের শতকরা হার কম হলেও ডিজিটাল বিজ্ঞাপণী ব্যবস্থার বাজার ক্রমশ বৃ্দ্ধি পাচ্ছে। ২০১২ সালের পর উত্তর উত্তর বাজার বৃদ্ধির পর এখন তার জনপ্রিয়তা আকাশচুম্বী।
তাই গুগল ব্রাউজার কুকিজ বা হিস্টরি ট্রেকিং করে বিজ্ঞাপণ না দিয়ে ডিজিটাল বিজ্ঞাপণী ব্যবস্থার প্রচল করবে।
ইবাংলানিউজ/
মন্তব্য করুন