বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে ই-পাসপোর্টের জন্য চালু হলো ই-গেট।
গত ৩০ জুন বুধবার রাজধানীর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-পোসপোর্ট গেটের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খাঁন।
যদিও এর আগে গত ২২ জানুযারী ২০২০ সালে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার শুভ উদ্বোধন করেন।
ঐ সময় করোনার কারনে ই-পাসপোর্ট গেটের স্থাপন না করার কারনে উদ্বোধন করা যায় নি।
২০১৮ সালে ১৯ জুলাই বাংলাদেশের ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদফতর (ডিআইপি) এবং জার্মান ভেরিডোস জিএমমবিএইচ সংস্থার মধ্যে ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্টের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এই সংস্থার মাধ্যে বর্তমানে ই-পাসপোর্ট ও ই-গেটের স্থাপন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ই পাসপোর্ট একজন ব্যক্তির সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়া মহাদেশে বাংলাদেশই প্রথম ই-পাসপোর্ট সেবা চালু করলো।
মন্তব্য করুন