এবার মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান ভারতের।
ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ সত্য নাদেল হচ্ছেন মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান।
আমেরিকার গনমাধ্যম সিএনএন জানায় ,গত বুধবার ১৬ ই জুন বোর্ড সভায় সত্য নাদেলকে মাইক্রোসফটের চেয়ারম্যান ঘোষণা করা হয়।
১৯৯২ সালে সত্য নাদেল মাইক্রোসফটে যোগ দেন। এর পর তিনি ২০১৪ সালে থেকে ২০২১ সাল পর্যন্ত সিইও পদেই রয়েছে।
পৃথিবীকে বদলে দেয় মাইক্রোসফট সত্য নাদেলের হাত ধরেই।
সত্য নাদেলার সময় থেকেই মাইক্রোসফট পিসি মেকার থেকে কোম্পানিটির ক্লাউড কম্পিউটিংয়ো অগ্রসর হয়েছে গত কয়েক বছরেই ।
মাইক্রোসফট এই জগতে নাম লিখেই ২ ট্রিলিয়ন ডলার আয় করেছে।
মাইক্রোসফট বিবৃতিতে বলেছে, জন থম্পসনের স্থলাভিষিক্ত হতে সত্য নাদেলা ‘সর্বসম্মতভাবে নির্বাচিত’ হয়েছেন।
মন্তব্য করুন