শাওমি নিয়ে আসছে মি বোস্ট প্রো ৩ হাজার এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়ার ব্যাংক। যত দামের মোবাইল ফোন হোক না কেন , ফোনের ব্যাটারি ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন থেকে যায় । শাওমির ৩০ হাজার এমএএইচ পাওয়ার ব্যাংক।
কেননা , মোবাইল ফোন ব্যবহারের উপর করে আপনার ফোনে কতক্ষণ চার্জ থাকবে। বর্তমান সময় স্মার্টফোন মানুষের নিত্য সঙ্গী , ফোনে দীর্ঘক্ষণ চার্জ টিকিয়ে রাখতে হলে দরকার একটি পাওয়ার ব্যাংক ।
কিন্তু পাওয়ার ব্যাংক ভালো কোয়ালিটির না হলে পাওয়ার ব্যাংক ক্রয় করাই নামান্তর। কোথাও ঘুরতে গেলে ফোন চার্জ দেওয়ার যথেষ্ট সময় সুযোগ থাকেনা , তখন পাওয়ার ব্যাংক যথেষ্ট কাজে আসে।
বাজারে বিভিন্ন ফোন কোম্পানির চাহিদা দরুন মানুষ আস্থা রাখে সেই সব মোবাইল ব্যান্ডের উপর । তাই ফোন কোম্পানি ফোনগুলো কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে পাওয়ার ব্যাংক বাজারে নিয়ে আসে।
তারই ধারাবাহিকতায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড শাওমি বাজারে নিয়ে আসছে mi Boost Pro 30000mAh পাওয়ার ব্যাংক।বর্তমানে ভারতের বাজারে শাওমির mi Boost Pro 30000mAh পাওয়ার ব্যাংক পাওয়া যাচ্ছে। ভারতের বাজারে mi Boost Pro 30000mAh পাওয়ার ব্যাংক দাম ২৯৯৯ রুপী।
mi Boost Pro 30000mAh পাওয়ার ব্যাংক পাওয়ার ভারতের অনলাইন শপ মি.কম , ফ্লিপকার্ট এবং মি হোম স্টোর পাওয়া যাচ্ছে ।
mi Boost Pro 30000mAh পাওয়ার ব্যাংক আছে অ্যান্টি-স্কিড ফিনিশ। অতএব বুঝা যাচ্ছে পাওয়ার ব্যাংকটি ৩০ হাজার লিথিয়ান পলিমার ব্যাটারি। ব্যাটারিটি অতিরিক্ত গরম ও বিপদজন পরিস্থিতি রোধে ১৬ স্তরের অত্যাধুনিক সার্কিট প্রোটেকশন দিয়ে মোড়ানো। শাওমির ৩০ হাজার এমএএইচ পাওয়ার ব্যাংক।
mi Boost Pro 30000mAh পাওয়ার ব্যাংক রয়েছে চারটি পোর্ট , যার মধ্যে দুটি ইউএসবি টাইপ-এ , আরেকটি পোর্ট সি টাইপের এবং আরো আছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট । mi Boost Pro 30000mAh পাওয়ার ব্যাংকে ইনপুটের পাশাপাশি আউটপোটের পোর্ট হিসেবেও কাজ করে। শাওমির ৩০ হাজার এমএএইচ পাওয়ার ব্যাংক।
ডুয়েল ইনপুট সাপোর্টেট মাইক্রো ইউএসবি এবং টাইপ সি সপোর্টেট পোর্ট ব্যবহার করে এটি চার্জ করে যেতে পারে। mi Boost Pro 30000mAh পাওয়ার ব্যাংকটি টাইপ সি পোর্টের মাধ্যমে ২৪ ওয়াট পর্যন্ত ও মাইক্রে ইউএসবি পোর্টের মাধ্যমে ১৮ ওয়াট পর্যন্ত ইনপুট সাপোর্ট করে।
২৪ ওয়াটের পিডিএ চার্জার ব্যবহার করে ব্যাটারি ফুল চার্জ হতে ৭ ঘন্টা সময় লাগবে আর ১৮ ওয়াট চার্জার দিয়ে চার্জ করতে সময় লাগবে ১০ ঘন্টা।
Xiaomi-র অন্যান্য পাওয়ার ব্যাংকগুলির মতো এতেও স্মার্টওয়াচ এবং স্মার্ট ব্যান্ডের মতো ডিভাইসগুলি চার্জ করার জন্য একটি লো পাওয়ার আউটপুট মোড রয়েছে।
এটিকে অ্যাক্টিভেট করার জন্য ইউজারকে পাওয়ার বাটনে ডাবল ট্যাপ করতে হবে। এই পাওয়ার ব্যাংকটির আয়তন ১৫৪.৫× ৭২.৩×৩৮.৯৯ মিমি এবং ওজন প্রায় ৬৪০ গ্রাম।
মন্তব্য করুন